দিল্লিতে পাচারের আগেই ফরাক্কায় উদ্ধার বিপুল পরিমাণ জালনোট! গ্রেপ্তার ২ যুবক
প্রতিদিন | ২৪ অক্টোবর ২০২৫
শাহজাদ হোসেন, ফরাক্কা: রেল পুলিশের বড়সড় সাফল্য। পাচারের আগেই উদ্ধার হল বিপুল পরিমাণ জালনোট। গ্রেপ্তার ২ পাচারকারী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কায়। ওই জালনোট দিল্লিতে পাচার হচ্ছিল বলে জানিয়েছে রেল পুলিশ। ধৃত দু’জনের নাম সুজিত দাস ও রবিউল শেখ। ধৃতরা মালদহের বাসিন্দা। প্রায় ৩ লক্ষ টাকার জালনোট উদ্ধার হয়েছে।
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর আসে নিউ ফরাক্কা রেল স্টেশন দিয়ে জালনোট পাচার হতে পারে। ফরাক্কার জিআরপির আধিকারিক চিত্তরঞ্জন রজকের নেতৃত্বে জিআরপির একটি টিম নিউ ফরাক্কা স্টেশনে অভিযান চালায়। স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে দুই যুবককে দেখে সন্দেহ হয় রেল পুলিশের। তাঁদের ধরে জিজ্ঞাসাবাদ শুরু করলে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এরপরই তাঁদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি শুরু হয়। দেখা যায় ব্যাগের মধ্যে থরে থরে সাজানো আছে জালনোট।
এরপরই ওই দুই যুবককে বমাল গ্রেপ্তার করা হয়। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোট ২ লক্ষ ৯৭ হাজার ৫০০ টাকার জালনোট উদ্ধার হয়েছে। প্রাথমিক জেরার পর জানা গিয়েছে, ওই দুই যুবক মালদহের বাসিন্দা। খালতিপুর থেকে ট্রেনে চেপে নিউ ফরাক্কা স্টেশনে নেমেছিল তাঁরা। ওই বিপুল পরিমাণ জালনোট দিল্লিতে পাচারের পরিকল্পনা ছিল। সেই ছক বানচাল করে রেল পুলিশ।
আজ, শুক্রবার ধৃতদের আদালতে তোলা হয়। ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। আর কারা ওই ঘটনার সঙ্গে জড়িয়ে? কী কারণে দিল্লিতে জালনোট পাচার হচ্ছিল? সেই বিষয় জানার চেষ্টা করছে পুলিশ।