অর্ণব আইচ: শহরে ফের খুন? শুক্রবার পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে উদ্ধার যুবকের পচাগলা দেহ। রফি আহমেদ কিদওয়াই রোডের হোটেল রুমের বক্স খাটের ভিতর থেকে পাওয়া গিয়েছে দেহটি। কী করে যুবকের মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। প্রাথমিক অনুমান, তাঁকে খুন করা হয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। সেই রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
হোটেল ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকের নাম পরিচয় জানা যায়নি। চলতি মাসের ২২ তারিখ হোটেলটিতে চেক ইন করেন তিনি। সঙ্গে কয়েকজন ছিলেন। তবে যুবকের নামে চেক ইন করা হয়নি বলেই জানা গিয়েছে। তারপর তাঁর সঙ্গীরা রুম থেকে চলে যান। তবে একদিন পেরিয়ে গেলেও যুবককে দেখা যায়নি।
রুম থেকে কোনও সাড়াও পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকালে হোটেলের কর্মীরা দরজা খুলতেই পচা গন্ধ পান। বক্স খাট খুলতেই মেলে দেহ। খবর দেওয়া হয় পুলিশে। দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, যেদিন হোটেলের রুম ভাড়া নেওয়া হয়, সেই দিনই যুবককে খুন করা হয়েছে। তবে খুন কি না, তা স্পষ্ট হবে ময়নাতদন্তের রিপোর্ট এলে। কী করে মৃত্যু তা জানার পাশাপাশি, যুবকের পরিচয় জানার চেষ্টা করেছেন তদন্তকারীরা।