ব্লু লাইনের সমস্যার সমাধান থেকে মেট্রোর নতুন লাইন চালু। কলকাতা মেট্রোর ৪১তম জন্মদিন পালনের অনুষ্ঠানে একঝাঁক আশার কথা শোনালেন কলকাতা মেট্রোর জিএম শুভ্রাংশু শেখর মিশ্র। কলকাতা মেট্রোর সবচেয়ে পুরোনো লাইন হলো ব্লু লাইন। এখানে মেট্রো চালাতে গিয়ে প্রতিদিন যে সমস্যা হচ্ছে, তা দ্রুত সমাধান করার জন্য কাজ চলছে বলে জানিয়েছে তিনি।
তথ্য সহায়তা: শুভ্রজিৎ চক্রবর্তী