• বিয়ে দিতে নারাজ, প্রেমিককে মারধরের জেরে চোখ নষ্টের আশঙ্কা, পাল্টা হামলা তরুণীর বাড়িতে, শ্রীরামপুরে শোরগোল
    এই সময় | ২৪ অক্টোবর ২০২৫
  • প্রেমিকার সঙ্গে অভিসারে দেখা করতে গিয়েছিলেন প্রেমিক। ধরা পড়ায় জুটল বেধড়ক মারধর। মারধরের কারণে ডানচোখ গুরুতর ভাবে জখম হয় যুবকের। ঘটনা জানাজানি হতেই প্রেমিকার বাড়িতে হামলা ক্ষুব্ধ জনতার। প্রেমিকার দাদাকে পাল্টা মারধর করার অভিযোগ। চূড়ান্ত বিশৃঙ্খলা হুগলির শ্রীরামপুরের প্রভাসনগরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে নামাতে হয় র‌্যাফ।

    জানা গিয়েছে, প্রভাসনগর চাকলাপাড়া এলাকার বাসিন্দা বৈদ্যরাজ বন্দ্যোপাধ্যায়ের (২৫) সঙ্গে ঘোড়ামারা মল্লিকপাড়ার এক তরুণীর দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তবে বিদ্যরাজের সঙ্গে সম্পর্ককে স্বীকৃতি দিতে চায়নি তরুণীর পরিবার বলে দাবি। তরুণীর সঙ্গে অন্য এক যুবকের বিয়ে ঠিক করে তাঁর পরিবার। আগামী ৪ ডিসেম্বর ছিল বিয়ের দিন।

    গত বুধবার রাত সওয়া একটা নাগাদ তরুণী তাঁর প্রেমিককে বাড়িতে ডাকেন। লুকিয়ে প্রেমিকার ঘরে ঢোকেন ওই যুবক। দু’জনেই ঘরে ছিল। যুবকের উপস্থিতি টের পেয়ে যান তরুণীর দাদা। অভিযোগ, এর পরেই যুবককে ঘর থেকে বের করে বেধড়ক মারধর শুরু করেন তরুণীর পরিবারের লোকজন। যুবকের ডান চোখে গভীর ক্ষত হয়। খবর পেয়ে যুবককে হাসপাতালে নিয়ে যায় তাঁর পরিবারের সদস্যরা। বর্তমানে যুবক চিকিৎসাধীন। তাঁর ডান চোখ নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন পরিবারের সদস্যরা।

    শুক্রবার সকালে তরুণীর বাড়িতে হামলা করে কিছু লোকজন। তরুণীর দাদাকে বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শ্রীরামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। উন্মত্ত জনতার হাত থেকে তরুণীর দাদাকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। বিশৃঙ্খলার কারণে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

    শ্রীরামপুরের ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার পিন্টু নাগ বলেন, ‘একটা মারামারির ঘটনা ঘটেছে। তখন পুলিশকে বিষয়টি জানানো হয়েছিল। আমি সেখানে গিয়েছিলাম। ঘটনার তদন্ত করছিল পুলিশ। এরই মধ্যে আজ সকালে মেয়েটির দাদাকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।’ তিনি জানান, যখন একটা আলোচনা চলছিল বিষয়টি নিয়ে তখন আইন হাতে তুলে নেওয়া উচিত হয়নি। পুলিশকেও আক্রমণ করা হয়েছে। পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।

  • Link to this news (এই সময়)