কালীপুজো দেখতে বেরোনো এক ইঞ্জিনিয়ার যুবতীকে উত্তর ২৪ পরগনার গাইঘাটার চাঁদপাড়ায় নিগ্রহের অভিযোগে ধৃত চার জনের সঙ্গে এলাকার এক ‘প্রভাবশালী’ যুবকের যোগ পাওয়া গিয়েছে বলে দাবি তদন্তকারীদের। সে কারণেই ওই চার জন বেপরোয়া হয়ে উঠেছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের মধ্যে এক কলেজ ছাত্রও রয়েছেন। প্রয়োজনে ওই ‘প্রভাবশালী’কে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার রাতে চাঁদপাড়ায় ওই ঘটনা ঘটে। যুবতীকে রক্ষা করতে গিয়ে আক্রান্ত হন তাঁর বন্ধু এবং আত্মীয়-সহ চার জন। বুধবার রাতে ওই কলেজ ছাত্র এবং অরিন্দম রায়, জয়ন্ত দত্ত ও আকাশ দাসকে গ্রেফতার করা হয়। ধৃতদের বৃহস্পতিবার পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় বনগাঁ আদালত। বনগাঁ পুলিশ জেলার সুপার দীনেশ কুমার বলেন, ‘‘ওই ঘটনায় আরও কেউ জড়িত কিনা, দেখা হচ্ছে।’’
পুলিশের একটি সূত্রের খবর, অরিন্দম আনাজ ব্যবসায়ী। আকাশ ও জয়ন্ত কোনও কাজ করে না। তাদের সঙ্গে যে ‘প্রভাবশালী’ যুবকের যোগ রয়েছে বলে দাবি, তাঁকে কয়েক বছর আগে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। তাঁর রাজনৈতিক সংযোগ রয়েছে বলেও দাবি স্থানীয়দের একাংশের। ধৃত কলেজ পড়ুয়ার বাবার দাবি, ‘‘সে দিন বন্ধুদের সঙ্গে ছিল ছেলে। গোলমালে কোনও ভাবে জড়িয়ে যায়।’’ তাঁর আরও দাবি, গোলমাল ঠেকাতে গিয়ে তাঁর দাদা এবং ক্যানসার আক্রান্ত বউদি আক্রান্ত হয়েছেন। দাদাকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে।