• শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে অগ্নিকাণ্ড, মৃত ১ রোগী
    আনন্দবাজার | ২৪ অক্টোবর ২০২৫
  • শিলিগুড়ির হাকিম পাড়া একটি বেসরকারী নার্সিংহোমে অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হাসপাতাল চত্বরে। দমকলেরে একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আইসিইউ তে ভর্তি থাকা এক রোগীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে আগুন লাগার কারণেই তাঁর মৃত্যু হয়েছে কিনা না তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়ছে। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে জানায় দমকল।

    সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার রাতে স্থানীয় বাসিন্দা ওবং রোগীদের পরিজনেরা আচমকাই হাসপাতালের বিভিন্ন ঘর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখে। সঙ্গে সঙ্গে তাঁরা রোগীদের নিয়ে হাসপাতাল চত্বর থেকে একে একে বেরিয়ে নিরাপদ দুরত্বে চলে যান।

    দমকল সূত্রে খবর, হাসপাতালের ডায়ালিসিস ইউনিটে অগ্নিকাণ্ডের উৎপত্তি। হাসপাতালে পর্যাপ্ত অগ্নি নির্বাপল ব্যবস্থা থাকলেও দক্ষ কর্মী না থাকার ফলে আগুনের নেভানোর কাজ তাড়াতাড়ি শুরু করতে পারেনি হাসপাতাল কতৃপক্ষ, বলেও জানান তারা।

    ফায়ার অফিসার অপূর্ব কুমার দাস বলেন , "ডায়লেসিস ইউনিট থেকেই এই আগুন। তবে আমাদের খুঁজে পেতে একটু সময় লেগেছে। কালো ধোঁয়ায় ভরে গিয়েছিল চারদিক। প্রাথমিক অনুমান, বিদ্যুতের থেকেই এই আগুনের উৎপত্তি। তবে অগ্নি নির্বাপক ব্যাবস্থা থাকলেও তা কার্যকর কররা কর্মী বা বৈদ্যুতিন বিভাগে কর্মীর অভাব রয়েছে। তা তদন্ত করে দেখা হবে।"

    ওই হাসপাতালে ভর্তি এক রোগীর পরিবারের সদস্য অমিত পাল বলেন , "আমি আমার বৌ ও সন্তানকে নিজেই ওয়ার্ড থেকে নামিয়ে সুরক্ষিত জায়গায় স্থানান্তরিত করেছি। কোন হাসপাতালের কর্মীর সাহায্য পাইনি। উল্টে তারাই নিরাপদ আশ্রয় খুঁজছিল।"

    এই ঘটনার নার্সিংহোম কর্তৃপক্ষ স্পষ্ট ভাবে কিছু না বললেও, এক আধিকারিত, বিভাস ভৌমিক বলেন , "সব আছে আমাদের নার্সিংহোমে। অগ্নিনির্বাপক ব্যাবস্থা থেকে শুরু করে সব৷ তবে কি হয়েছে না হয়েছে তা এখনই জানা হয়নি৷"

    রাত বিরেতে নার্সিংহোমে এমন অগ্নিকা্ণ্ডের ফলে প্রশ্ন উঠছে সেখাকার রোগী ও রোগীর পরিবারের সুরক্ষা নিয়ে।
  • Link to this news (আনন্দবাজার)