চালক নিয়ন্ত্রণ হারানোয় ধানজমিতে নেমে গেল যাত্রিবাহী বাস। বৃহস্পতিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে বাঁকুড়া-ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কের সিমলাপালের হেত্যাগড়া গ্রামের কাছে। পুলিশ জানায়, যাত্রীদের মধ্যে সাত জন কম-বেশি আহত হন। তাঁদের সিমলাপাল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পরে হাসপাতাল থেকে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেসরকারি ওই বাসটি টাটা থেকে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল। হঠাৎই সেটি রাস্তা ছেড়ে লাগোয়া ধানজমিতে নেমে যায়। ঘটনায় শোরগোল পড়ে যাত্রীদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিমলাপাল থানার পুলিশ। ততক্ষণে স্থানীয় মানুষজন উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। যাত্রীদের মধ্যে মৃণালকান্তি দে বলেন, “স্থানীয় মণ্ডলকুলি থেকে সাবড়াকোন যাওয়ার জন্য বাসে উঠেছিলাম। বাসের গতি বেশি ছিল। চালক নিয়ন্ত্রণ হারানোয় দুর্ঘটনা ঘটেছে বলে মনে হয়। তবে রাস্তার দিকেও প্রশাসনের নজর দেওয়া জরুরি।” স্থানীয় বাসিন্দাদের মধ্যে অনন্ত দুলে, বিপদতারণ রায়েরাও জানান, রাস্তার অবস্থা খুবই খারাপ। পুরো রাস্তা জুড়ে ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। প্রায় ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। খারাপ রাস্তায় বাসের গতি বেশি থাকায় দুর্ঘটনা ঘটেছে। খাতড়া মহকুমা পুলিশের এক আধিকারিক জানান, অতিরিক্ত গতি ও বাসে যান্ত্রিক গোলযোগেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।
ছ’মাস আগে প্রায় ১৪০ কোটি টাকা ব্যয়ে বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়ক নতুন করে তৈরি হয়েছে। কিন্তু রাস্তার দুরবস্থায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ। পূর্ত দফতরের এক আধিকারিকের আশ্বাস, দ্রুত ওই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে।