পাঁচ বছরে রাজ্য সরকারের আদালতে বিভিন্ন মামলা লড়ার জন্য শুধু উকিলদের ফি বাবদ খরচ নিয়ে আরটিআই কর্মীকে তথ্য দিয়েছে রাজ্য সরকারের আইন দফতর। তাই নিয়ে রাজনৈতিক মহলে অভিযোগ উঠেছে ফি বাবদ বিপুল খরচের। প্রশ্ন তুলেছেন দলেরই প্রাক্তন রাজ্যসভার সাংসদ জহর সরকার। আজ তার জবাব দিয়েছেন তৃণমূল নেতৃত্ব।
তৃণমূলের বক্তব্য, কেন্দ্র গত কয়েক বছরে রাজ্যের উপরে এত চাপ তৈরি করেছে, তদন্তকারী সংস্থাকে দিয়ে জেরবার করেছে, তাই বড় উকিল দেওয়াটা প্রয়োজনই ছিল। তাঁদের বাজারে যা পারিশ্রমিক, সেটাই ন্যায্য ভাবে দেওয়া হয়েছে। এর মধ্যে কোনও অসঙ্গতি নেই।
তৃণমূলের লোকসভার সাংসদ তথা রাজ্যের হয়ে পরবর্তী সময়ে (যে সময়পর্বে আরটিআই করা হয়েছে তার পরের) অনেক মামলা লড়া কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “রাজ্য সরকার কী করবে, সেটা জহর সরকার ঠিক করবেন না। রাজ্যকে ভাল এবং পেশাদার আইনজীবী দিতে হয়েছে, কারণ উল্টো দিকে বেসরকারি পক্ষও খুবই বড় মাপের আইনজীবী দিয়ে থাকে। তাঁদের সঙ্গে লড়াইয়ের জন্য ভাল আইনজীবী তো রাজ্যকেদিতেই হবে।”