• দ্রুত নিয়োগের কামনায় আন্দোলন মঞ্চেই ফোঁটা চাকরিপ্রার্থী ভাইদের
    আনন্দবাজার | ২৪ অক্টোবর ২০২৫
  • ধান-দূর্বা, শাঁখ, চন্দন— ভাইফোঁটার সমস্ত আয়োজন নিয়ে তৈরি ছিলেন দিদিরা। তাঁরা ফোঁটা দিলেন যে ভাইদের, সেই ভাইয়েরা রয়েছেন নিয়োগের অপেক্ষায়। আর ওই দিদিদের সম্প্রতি নিয়োগ হয়েছে বিভিন্ন স্কুলে। দিদিরা ভাইদের ফোঁটা দিলেন তাঁদের দ্রুত নিয়োগের কামনায়।

    বৃহস্পতিবার বেলা ১১টা থেকেই ভাইফোঁটার আয়োজন শুরু হয়ে গিয়েছিল ধর্মতলায়, মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে, উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের মঞ্চে। যে দিদিরা ফোঁটা দিলেন, তাঁদের অনেকেই বাড়িতে ভাইফোঁটা সেরেই ছুটে এসেছেন মঞ্চে। যেমন, অপর্ণা বন্দ্যোপাধ্যায়, অন্তরা সোম, সোমা মুর্মু, জয়শ্রী রায়। তাঁরা জানালেন, উচ্চ প্রাথমিকে মেধা তালিকায় থাকা ১২৭২৩ জনের কাউন্সেলিং সম্পূর্ণ হয়ে নিয়োগও হয়ে গিয়েছে। ওই ১২৭২৩ জনের মধ্যে তাঁরাও আছেন। বাকি রয়েছে ১২৪১ জনের কাউন্সেলিং। তাঁদের মধ্যে কয়েক জন, যেমন সোমনাথ দাস, আনিরুল হক, পরেশ মণ্ডল, করিম শেখ, সুশান্ত ঘোষরা এ দিন ভাইফোঁটা নিতে এসেছিলেন চাকরিপ্রার্থীদের মঞ্চে। তাঁদেরই ভাইফোঁটা দিলেন নিয়োগ পেয়ে যাওয়া দিদিরা।

    তবে, ভাইদের শুধু ফোঁটা দিয়েই ছাড়লেন না দিদিরা। তাঁদের জন্য এনেছিলেন নানা উপহারও। ভাইদের কেউ দিলেন ব্যাগ, কেউ দিলেন কলম, কেউ বা জলের বোতল। চাকরিপ্রার্থী এক যুবককে ব্যাগ উপহার দিয়ে জয়শ্রী রায় নামে এক দিদি বললেন, ‘‘সুশান্তকে একটা ব্যাগ দিয়ে বললাম, নিয়োগ হওয়ার পরে এই ব্যাগ নিয়ে তুমি স্কুলে যাবে।’’ আবার অপর্ণা, অন্তরারা ভাইদের কলম উপহার দিয়ে বললেন, ‘‘নিয়োগের পরে এই কলম দিয়েই স্কুলের হাজিরা খাতায় স্বাক্ষর করতে হবে।’’ জয়শ্রীরা জানান, গত বছরের নভেম্বর মাসে তাঁদের নিয়োগ হয়ে গিয়েছে। নিয়মিত স্কুলে যাচ্ছেন এখন। কিন্তু স্কুলে গিয়েও তাঁদের মন পড়ে থাকছে ধর্মতলার আন্দোলন মঞ্চে। যাঁদের এখনও নিয়োগ হয়নি, তাঁদের জন্য চিন্তা করছেন সব সময়ে।

    বৃহস্পতিবার উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের মঞ্চ ১০৩৩ দিনে পা দিল। চাকরিপ্রার্থীরা জানালেন, সকলের নিয়োগ হয়ে যাওয়ার পরেই ওই মঞ্চ খোলা হবে। চাকরিপ্রার্থী সুশান্ত বললেন, ‘‘আজ ভাইফোঁটার মঞ্চে একেবারে অন্য রকম পরিবেশ ছিল। দিদিরা ভাইদের যেমন উপহার দিয়েছেন, তেমনই ভাইয়েরাও কিন্তু দিদিদের মিষ্টি খাইয়েছে। গত বারও উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থী মঞ্চে ভাইফোঁটা হয়েছিল। সে বারও অপর্ণা, জয়শ্রীরা ফোঁটা দিয়েছিলেন বেশ কয়েক জন ভাইকে। যে ভাইদের তাঁরা ফোঁটা দিয়েছিলেন, তাঁদের অনেকেরই চলতি বছরে নিয়োগ হয়ে গিয়েছে। সেই ভাইয়েরা আবার এ দিন দিদিদের ভাইফোঁটা উপলক্ষে শাড়ি উপহার দিয়েছেন।’’

    ভাইফোঁটা দেওয়া দিদিদের মধ্যে অপর্ণার বাড়ি নদিয়ায়। তিনি এই উপলক্ষেই ছুটে এসেছেন কলকাতায়। জয়শ্রীর বাড়ি বারাসতে। তিনিও ভাইফোঁটা দিয়ে সকালের ট্রেন ধরে চলে এসেছেন কলকাতায়। জয়শ্রী বলেন, ‘‘আমি বাড়ির ভাইফোঁটা দ্রুত শেষ করে এখানে ছুটে এসেছি। আমরা চাই, পরের ভাইফোঁটার মধ্যে আমাদের মঞ্চের বাকি ১২৪১ জনের নিয়োগ হয়ে যাক। সকলেরই ভাইফোঁটা হোক নিজেদের বাড়িতে।’’
  • Link to this news (আনন্দবাজার)