রেলে চাকরি দেওয়ার নাম করে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ৫
দৈনিক স্টেটসম্যান | ২৫ অক্টোবর ২০২৫
রেলে চাকরি দেওয়ার নাম করে বড়সড় প্রতারণা চক্র হুগলিতে। চাকরি দেওয়ার নাম করে সাধারণ মানুষকে ঠকিয়ে নেওয়া হয়েছে কোটি কোটি টাকা। হিন্দমোটরে একটি অফিস খুলে এই প্রতারণা চলত বলে জানা গিয়েছে। পুলিশ এই ঘটনার জেরে ৫ জনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে খবর, এই ঘটনার মূলচক্রী পরিমল মণ্ডল নামের ব্যক্তি পলাতক রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হিন্দমোটরের ওই অফিস থেকে পুলিশ প্রধানমন্ত্রীর চিঠির ফটোকপি, একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে মূলচক্রী ওই পরিমলের একাধিক ছবি পাওয়া গিয়েছে।
পুলিশের অনুমান, এই সমস্ত ছবি দেখিয়ে গ্রামীণ প্রত্যন্ত অঞ্চল ও ভিনরাজ্য থেকে আসা ব্যক্তিদের বিশ্বাস গ্রহণ করে তাঁদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। কিন্তু শুক্রবার সকালে ওই অফিসের সামনে জড়ো হন বহু মানুষ। টাকা ফেরত চাওয়ার দাবি জানান তাঁরা। তখনই বিপাকে পড়ে প্রতারণা চক্রে জড়িত ব্যক্তিরা।
টাকা দেওয়ার পরেও চাকরি না মেলায় সন্দেহ হয় তাঁদের। শুক্রবার সকালে হিন্দমোটরের ওই অফিসের সামনে জড়ো হন প্রতারিত ব্যক্তিরা। এরপরে টাকা ফেরত দেওয়ার দাবি তুলে বিক্ষোভ করেন তাঁরা। পরিস্থিতি উত্তপ্ত হলে দেওয়া হয় পুলিশে খবর। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে।
বিক্ষোভকারীদের অভিযোগ, রেলে চাকরি দেওয়ার নাম করে এই সংস্থা নানা সময়ে নানা লোকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করেছিল। দেখানো হয়েছিল প্রধানমন্ত্রীর চিঠির ফটোকপি। বলা হয়েছিল ই-শ্রম পোর্টালের মাধ্যমে এই কাজ করা হয়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। পাশাপাশি পলাতক পরিমল মণ্ডলের খোঁজ চালাচ্ছে পুলিশ।