৬ মাসে সাইবার প্রতারণার শিকার ৩০০০০, খোয়া গেছে ১৫০০০ কোটি, প্রকাশ্যে কেন্দ্রের রিপোর্ট
প্রতিদিন | ২৫ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে ভয়াবহ আকার নিচ্ছে সাইবার প্রতারণা। সম্প্রতি সেই রিপোর্টই ধরা পড়ল কেন্দ্রের রিপোর্টে। যেখানে দেখা যাচ্ছে, মাত্র ৬ মাসে প্রতারণার শিকার হয়ে সর্বস্ব খুইয়েছেন অন্তত ৩০ হাজার মানুষ। টাকার অঙ্কে যা দেড় হাজার কোটি। স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট বলছে, এক্ষেত্রে প্রতারকদের সফট টার্গেট হচ্ছেন দেশের প্রবীণ নাগরিকরা।
কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, যাঁরা প্রতারণার শিকার হয়েছেন তাঁদের মধ্যে ৭৬ শতাংশের বয়স ৩০ থেকে ৬০-এর মধ্যে। যে শহরগুলিতে সবচেয়ে বেশি প্রতারণা ঘটেছে তার মধ্যে শীর্ষে বেঙ্গালুরু, এরপর রয়েছে দিল্লি ও হায়দরাবাদ। মোট মামলার ৬৫ শতাংশই এই তিন জায়গায়। ২৬.৩৮ শতাংশ প্রতারণা ঘটেছে বেঙ্গালুরুতে। রিপোর্টে আরও বলা হয়েছে ৬০ বছরের ঊর্ধ্বে প্রতারিতের সংখ্যা ২৮২৯ জন, অর্থাৎ ৬.৬২ শতাংশ। জনপিছু ক্ষতির পরিমাণ ৫১.৩৮ লক্ষ টাকা। দিল্লির ক্ষেত্রে জনপিছু ক্ষতির পরিমাণ ৮ লক্ষ টাকা।
রিপোর্ট অনুযায়ী, সাইবার অপরাধীরা ডিজিটাল মাধ্যমগুলিকে ব্যবহার করেই এই ধরনের প্রতারণার ফাঁদ ফেলছে। প্রতারণার ২০ শতাংশ ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো অ্যাপ। এছাড়া প্রতারণার ফাঁদ বসানো রয়েছে লিঙ্কডইন ও টুইটারেও। ০.৩১ শতাংশ ক্ষেত্রে এই অ্যাপ ব্যবহার করে প্রতারণা হয়েছে।
এছাড়া অন্যান্য অপরিচিত অ্যাপ ব্যবহার করেই সবচেয়ে বেশি প্রতারণা করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্টে যা ‘Other’ বলে উল্লেখ করা হয়েছে। ৪১.৮৭ শতাংশ ক্ষেত্রে দায়ী এই ধরনের অজ্ঞাতপরিচিত অ্যাপ। এই রিপোর্ট সামনে আসার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। সাইবার বিশেষজ্ঞরা দেশের প্রবীণ নাগরিক ও প্রযুক্তি ক্ষেত্রে কম পারদর্শী মানুষকে সতর্ক থাকার আর্জি জানিয়েছেন। বিশেষ প্রয়োজন বিশ্বস্ত লোকজন বা প্রশাসনের দ্বারস্থ হওয়ার আবেদন জানানো হয়েছে সরকারের তরফে।