• ভাঙড়ে বেআইনি নির্মাণ রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ! কামড়ে মাংস তুলে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৩ 
    প্রতিদিন | ২৫ অক্টোবর ২০২৫
  • দেবব্রত মণ্ডল, বারুইপুর: ভাঙড়ে অবৈধ নির্মাণ রুখতে গিয়ে স্থানীয়দের হাতে ‘আক্রান্ত’ পুলিশ। এক কনস্টেবলকে মারধরের পর কামড়ে মাংস তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। সহকর্মীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত আরও কয়েকজন পুলিশকর্মী। শুক্রবার ঘটনাটি ঘটেছে ভাঙড়ের উত্তর কাশীপুর থানার দক্ষিণ বামুনিয়া এলাকায়। জানা গিয়েছে, ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    এলাকায় একটি জমিতে বেআইনি নির্মাণ হচ্ছে বলে অভিযোগ আসে উত্তর কাশীপুর থানা পুলিশের কাছে। দীর্ঘদিন ধরে এই কাজ হচ্ছিল বলে খবর। তা খতিয়ে দেখার জন্য এলাকায় পুলিশকর্মীদের একটি দল পাঠানো হয়। ঘটনাস্থলে গিয়ে সব খতিয়ে দেখেন আধিকারিকরা। তারপরই নির্মাণকার্য বন্ধ রাখার কথা বলেন আধিকারিকরা। অভিযোগ এরপরই গন্ডগোল শুরু হয়।

    জানা গিয়েছে, পুলিশ কাজ বন্ধ করার পরই প্রথমে কয়েকজন মহিলা ঘিরে ধরেন পুলিশকর্মীদের। শুরু হয় বচসা। সেই সময় পুলিশকর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। এক পুলিশ কনস্টেবলের হাতের মাংস কামড়ে ছিঁড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। সহকর্মীকে বাঁচাতে গিয়ে বাকিরাও আহত হয়েছেন বলে অভিযোগ। ঘটনার তদন্ত নেমে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)