• নাবালক ছেলেকে দিয়ে পাচারের চেষ্টা মায়ের, বসিরহাট সীমান্তে উদ্ধার দেড় কোটি টাকার বেশি সোনা!
    প্রতিদিন | ২৫ অক্টোবর ২০২৫
  • গোবিন্দ রায়, বসিরহাট: নাবালক ছেলের হাতে একটি ব্যাগ দিয়ে সীমান্তের কাছে সেটি রেখে আসতে বলেছিলেন মা। মায়ের কথা মেনে সেই ব্যাগ সীমান্তের বলে দেওয়া নির্দিষ্ট জায়গায় রাখতে গিয়েছিল ১২ বছরের ওই কিশোর। সেসময় বিএসএফ জওয়ানদের নজরে আসে ওই কিশোরকে। সেই ব্যাগ তল্লাশি করতেই হতবাক হন কর্তব্যরত জওয়ানরা। ব্যাগ থেকে বেরিয়ে পড়ে ১১টি সোনার বিস্কুট। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটে। ওই কিশোরকে পরে বমাল গ্রেপ্তার করা হয়।

    বসিরহাটের স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী দহরকান্দা এলাকায় বাড়ি ওই কিশোরের। স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র সে। পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গিয়েছে, মা সারবিন মোল্লার সঙ্গে ওই নাবালক সীমান্ত এলাকায় গিয়েছিল। তার মা হাতে একটি ব্যাগ ধরিয়ে দিয়েছিল। বলা হয়েছিল, সীমান্তের কাছে একটি ধানখেতে ওই ব্যাগটি রেখে আসতে। মাকে বিশ্বাস করে সেই ব্যাগ নিয়ে ওই ধানজমির দিকে রওনা হয়েছিল কিশোর। এদিকে ব্যাগ হাতে কিশোরকে যেতে দেখে টহলদারি বিএসএফ জওয়ানরা তার কথ আটকায়। সঙ্গের ব্যাগ তল্লাশি করতেই বেরিয়ে পড়ে সোনার বিস্কুট।

    মোট ১১টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া সোনার ওজন ১ কিলো ২৮৬ গ্রাম, যার বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৬৪ লক্ষ টাকা। মায়ের কথাতেই সে ব্যাগ নিয়ে গিয়েছিল। বাকি কোনও কিছুই সে জানে না। এমন কথাই কিশোর জেরায় জানিয়েছে বলে খবর। ওই নাবালককে পরে গ্রেপ্তার করা হয়েছে। ওই নাবালক এবং সোনার বিস্কুটগুলি তেঁতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দিয়েছে বিএসএফ। একজন স্কুলছাত্রের হাতে কেন তার পরিবার সোনার বিস্কুট পাচারের জন্য তুলে দিল? সেই বিষয়টি যথেষ্ট ভাবাচ্ছে সীমান্তরক্ষী বাহিনীকে। মায়ের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বিভিন্ন জায়গায়।
  • Link to this news (প্রতিদিন)