• পাঁচ বছরের শিশুকে ‘ধর্ষণ’, জানাজানি হলে খুনের হুমকি কোলাঘাটের নাবালকের!
    প্রতিদিন | ২৫ অক্টোবর ২০২৫
  • সৈকত মাইতি, তমলুক: পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ। জানাজানি হলে খুনের হুমকিও দেয় সে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার সাহড়া গ্রামে ব্যাপক চাঞ্চল্য। কোলাঘাট থানার পুলিশের জালে পনেরো বছরের নাবালক।

    গত সোমবার, সকাল দশটায় প্রতিবেশী নাবালক শিশুকন্যার বাড়িতে আসে। চকোলেটের লোভ দেখিয়ে পাঁচ বছরের শিশুকন্যাকে ডেকে নিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর প্রতিবেশীর বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরে শিশু। তবে ধর্ষণের বিষয়ে পরিবারের কাউকে কিছু জানায় না। গত বুধবার সন্ধ্যায় ওই শিশুকন্যার শারীরিক সমস্যা দেখা দেয়। পরিবারের লোকজন দুশ্চিন্তায় পড়েন। শিশুকন্যাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তার পরিবারের লোকজনেরা। বেশ কিছুক্ষণ পর প্রতিবেশী নাবালক তার যৌন নির্যাতন করে বলে জানায়। বৃহস্পতিবার নির্যাতিতার মা প্রতিবেশী নাবালকের বাড়িতে যান। অভিযোগ, ওই নাবালকের পরিবারের লোকজনেরা নির্যাতিতার পরিবারের উপরে চড়াও হন। বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

    খবর পেয়ে ঘটনাস্থলে দৌড়ে আসে কোলাঘাট থানার পুলিশ। নির্যাতিতা শিশুকন্যার মা কোলাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কোলাঘাট থানার পুলিশ অভিযোগ পেয়ে ওই নাবালক ছাত্রকে পাকড়াও করে। শুক্রবার ওই নাবালককে তমলুক জেলা আদালতে পেশ করা হয়। নির্যাতিতা শিশুকন্যার শারীরিক পরীক্ষা করা হয়েছে। মেডিক্যাল টেস্টের রিপোর্ট আসার পর পুলিশ নিশ্চিত হতে পারবে বলেই জানান তদন্তকারীরা।
  • Link to this news (প্রতিদিন)