• উৎসব মিটতেই পাক সীমান্তে ভারতের তিন বাহিনীর ‘ত্রিশুল’, জারি ‘অস্বাভাবিক’ নোটাম
    এই সময় | ২৫ অক্টোবর ২০২৫
  • অপারেশন সিঁদুরের পরে দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতি ঘোষণা করা হয়েছে ঠিকই কিন্তু, নয়াদিল্লি-ইসলামাবাদের মধ্যে উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে। এই প্রেক্ষাপটে ৩০ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত পাকিস্তান সীমান্ত বরাবর ‘বড় খেলা’ শুরু করতে চলেছে ভারতীয় সেনা, বায়ুসেনা ও নৌসেনা অর্থাৎ, তিন প্রধান সশস্ত্র বাহিনী। এর জন্য শুক্রবার NOTAM অর্থাৎ, নোটিশ টু দ্য এয়ারমেন জারি করল ভারত।

    ১১ দিন ধরে পাক সীমান্তে যৌথ মহড়া দেবে ভারতীয় সেনাবাহিনী, বায়ুসেনা এবং নৌসেনা। মহড়ার নাম ‘ত্রিশুল অনুশীলন’। উপগ্রহ চিত্রে পাকিস্তান সীমান্তের একটা বড় অংশ জুড়ে ভারতের নোটাম সতর্কতা দেখা যাচ্ছে। সব মিলিয়ে এই মহড়ার জন্য ২৮,০০০ ফুট পর্যন্ত আকাশসীমা সংরক্ষণ করা হয়েছে বলে জানা গিয়েছে।

    ভূ-গোয়েন্দা গবেষক তথা উপগ্রহ চিত্র বিশেষজ্ঞ ড্যামিয়েন সাইমন ত্রিশূল মহড়ার জন্য নির্বাচিত এলাকা এবং অভিযানের ব্যপ্তীকে ‘অস্বাভাবিক’ বলেছেন। তবে ভারত জানিয়েছে, এই মহড়ার লক্ষ্য হলো তিন বাহিনীর মধ্যে সমন্বয় আরও বাড়ানো, আত্মনির্ভরতা এবং উদ্ভাবন।

    প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতি অনুসারে, সাদার্ন কমান্ডের জওয়ানরা এই মহড়ায় অংশ নেবেন। বিভিন্ন চ্যালেঞ্জিং ভূখণ্ডে যৌথ অভিযান চালানোর মহড়া দেবেন তাঁরা। এর মধ্যে রয়েছে খাল বা নালা এবং মরুভূমিতে আক্রমণ, সৌরাষ্ট্র উপকূলে ডাঙায় ও জলে অভিযান এবং গোয়েন্দা নজরদারি এবং অনুসন্ধান, ইলেকট্রনিক যুদ্ধ এবং সাইবার যুদ্ধের মতো বিভিন্ন ডোমেনের অভিযানের অনুশীলন।

  • Link to this news (এই সময়)