• দিল্লিতে প্রথম ‘কৃত্রিম বৃষ্টিপাত’, ‘অপরিহার্য’ বলেছেন মুখ্যমন্ত্রী, কবে হবে মেঘের বীজ বোনা?
    এই সময় | ২৫ অক্টোবর ২০২৫
  • দিল্লির আবহাওয়ার গুণমান খারাপ হওয়ার পিছনে দীপাবলির আতশবাজি পোড়ানোকে বিশেষ পাত্তা দিতে নারাজ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তবে অবস্থা যে খারাপ, তা তিনি বুঝতে পেরেছেন। আর তাই এই সমস্যা মোকাবিলায় দিল্লিতে কৃত্রিম বৃষ্টিপাত ঘটাতে চলেছেন তিনি।

    শুক্রবার তিনি জানিয়েছেন, ভারতের রাজধানীর জন্য ‘ক্লাউড সিডিং’ ‘অপরিহার্য’ হয়ে উঠেছে। একদিন আগেই তিনি জানিয়েছিলেন, ক্লাউড সিডিংয়ের মাধ্যমে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে তাঁর সরকার। তাঁর দাবি, শহরের পরিবেশগত সংকট মোকাবিলায় এটি একটি ‘অগ্রণী’ পদক্ষেপ।

    সংবাদ সংস্থা ANI-কে দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন, ‘ক্লাউড সিডিং দিল্লির জন্য অপরিহার্য হয়ে উঠেছে। দিল্লিতে এই ধরনের পরীক্ষা এই প্রথম করা হবে। এতে আমাদের এই অত্যন্ত গুরুতর পরিবেশগত সমস্যা নিয়ন্ত্রণ করা যায় কি না, আমরা সেটা দেখতে চাই।’ এই পরীক্ষা সফল করতে তিনি দিল্লির জনগণের আশীর্বাদ চেয়েছেন।

    দীপাবলির আগে থেকেই দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলের বায়ুর গুণমান সূচক বা AQI ‘খারাপ’ থেকে ‘খুব খারাপ’ বিভাগের মধ্যে ঘোরাফেরা করছে।

    শুক্রবার সকাল ৮টায় সামগ্রিক ভাবে এই এলাকার AQI ২৯২ ছিল বলে জানিয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড বা CPCB। তবে অক্ষরধাম মন্দির এবং আনন্দ বিহারের কাছে AQI ছিল ৪০৩-এ।

    এ ছাড়া বাওয়ানা (৩৪৭), বুরারি (৩৩৪), অশোক বিহার (৩২০) এবং জাহাঙ্গীরপুরী (৩৪৮) তেও AQI ছিল ‘খুব খারাপ’ বিভাগে।

    সোশ্যাল মিডিয়ায় রেখা গুপ্তা জানিয়েছেন, ২৯ অক্টোবর দিল্লিতে প্রথম কৃত্রিম বৃষ্টিপাত হতে পারে। তিনি জানিয়েছেন, ২৮, ২৯ এবং ৩০ অক্টোবর দিল্লির আকাশে মেঘ থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। তাই পরিস্থিতি অনুকূল থাকলে ২৯ অক্টোবর দিল্লিতে প্রথম কৃত্রিম বৃষ্টিপাত হবে।

    এর আগে দিল্লির পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসাও ইঙ্গিত দিয়েছিলেন, ২৮ থেকে ৩০ অক্টোবরের মধ্যে দিল্লিতে মেঘ থাকতে পারে বলে ২৯ অক্টোবর কর্তৃপক্ষ কৃত্রিম বৃষ্টিপাতের মেঘের বীজ বপনের জন্য প্রস্তুত হচ্ছে।

    ইতিমধ্যেই বুরারি এলাকায় ক্লাউড সিডিং-এর পরীক্ষা করে সফল হয়েছে আবহাওয়া বিভাগ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তাঁর দাবি এই উদ্যোগের মধ্য দিয়ে দিল্লিতে দূষণ মোকাবিলায় একটি বৈজ্ঞানিক পদ্ধতি প্রতিষ্ঠা করা হবে।

  • Link to this news (এই সময়)