• চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ঢুকে ‘দাদাগিরি’ তৃণমূল নেতার, শোরগোল ইসলামপুরে
    এই সময় | ২৫ অক্টোবর ২০২৫
  • হাসপাতালে ঢুকে ‘দাদাগিরি’র অভিযোগ উঠল তৃণমূল নেতা ও ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়ালের বিরুদ্ধে। চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ শুনে হাসপাতালে ছুটে যান তিনি। গিয়েই নার্সদের রীতিমতো ধমক দেন। আঙুল উঁচিয়ে বলেন, ‘চোপ, একদম চোপ।’ অভিযোগ এমনই। শুক্রবার ইসলামপুর মহকুমা হাসপাতালের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। তৃণমূলের বিরুদ্ধে সস্তা রাজনীতি করার অভিযোগে সরব হয়েছে বিজেপি।

    রোগীর পরিবার সূত্রে খবর, বুধবার সকাল থেকেই বমি আর বুক জ্বালা নিয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি হন ক্ষুদিরাম পল্লির বাসিন্দা প্রণব দত্ত (৫৫)। বৃহস্পতিবার ছেড়ে দেওয়া হয় তাঁকে। কিন্তু রাতে ফের শারীরিক অবস্থার অবনতি হয়। বৃহস্পতিবার তাঁকে আবার ভর্তি করা হয় হাসপাতালে। দুপুরে তাঁর অবস্থার অবনতি হয়। কিন্তু অভিযোগ, নার্সদের একাধিক বার জানালেও তাঁরা কোনও ব্যবস্থা নেননি। বিকেলেই মৃত্যু হয় প্রণবের।

    এর পরেই চিকিৎসার গাফিলতির অভিযোগে সরব হন প্রণবের পরিবারের সদস্যরা। রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে যান তৃণমূল নেতা কানাইয়ালাল আগরওয়াল। তিনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও। কানহাইয়া হাসপাতালে গিয়েই সোজা চলে যান নার্সদের ঘরে। অভিযোগ, সেখানে এক নার্সকে রীতিমতো ধমক দেন তিনি। আঙুল উচিঁয়ে বলেন, ‘চোপ, একদম চোপ।’ পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘এক সিস্টার আছেন দেখলাম। ব্যবহার খুবই খারাপ। তাঁর বিরুদ্ধে অভিযোগ জানাব।’

    রোগী মৃত্যুর ঘটনা নিয়ে তৃণমূল সস্তার রাজনীতি করছে বলে অভিযোগ করেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির সহ সভাপতি সুরজিৎ সেন। তাঁর কথায়, ‘সামনে ভোট আসছে। তাই সস্তার রাজনীতি করছে তৃণমূল। এই সব আসলে নজর কাড়ার চেষ্টা। কিন্তু কোনও লাভ হবে না। সাধারণ মানুষ সব জানেন।’

  • Link to this news (এই সময়)