নয়াদিল্লি: ব্যাংককর্মীদের প্রায়শই এক বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। গ্রাহকের মৃত্যু হলেই ব্যাংক অ্যাকাউন্টের অর্থ বা লকারে গচ্ছিত সম্পত্তির অধিকার চেয়ে হাজির হয়ে যান একাধিক দাবিদার। কিন্তু সকলের দাবি মানা তো সম্ভব নয়! কারণ, ব্যাংকিং আইনেই এতদিন একজনের বেশি নমিনি করা যেত না। ফলে জীবিতাবস্থায় হয়তো গ্রাহক একজনকেই নমিনি করে রাখতে বাধ্য হতেন। সেই বিড়ম্বনার অবসান ঘটতে চলেছে। সৌজন্যে ব্যাংকিং আইনের সংশোধনী। বৃহস্পতিবার কেন্দ্র জানিয়েছে, ব্যাংকিং আইনের সংশোধনী বলে এবার থেকে প্রতিটি ব্যাংক অ্যাকাউন্টে চারজনকে নমিনি করা যাবে। ১ নভেম্বর থেকে চালু হবে এই নিয়ম।
নতুন নিয়মে নমিনেশন হবে দু’রকম— যৌথ ও ক্রমানুসারে সাজানো নামের। গ্রাহক একসঙ্গে বা ক্রমান্বয়ে চারজনকে কোনও অ্যাকাউন্টের নমিনি করতে পারবেন। তবে লকারের ক্ষেত্রে ক্রমানুযায়ী নমিনির নিয়ম কার্যকর হবে। অর্থাৎ কারও মৃত্যু হলে পরবর্তী নমিনি সেই ব্যাংক লকার ব্যবহার করতে পারবেন। কেন্দ্রীয় সরকারের দাবি, ব্যাংক অ্যাকাউন্ট এবং লকার পরিষেবা নিরবচ্ছিন্ন রাখতে এবং উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে স্বচ্ছতা আনতেই এই পদক্ষেপ। অর্থ মন্ত্রকের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, এবার ব্যাংকের গ্রাহকরা তাঁদের মোট সম্পদকে ১০০ শতাংশ ধরে নমিনিদের কাকে কত শতাংশ উত্তরাধিকার দিতে চান, এবার তাও উল্লেখ করতে পারবেন। খুব শীঘ্রই ব্যাংকিং কোম্পানিস (নমিনেশন) রুলস, ২০২৫-এর খুঁটিনাটি প্রকাশ করা হবে। নমিনেশন ফর্ম, এমনকি এই সংক্রান্ত ক্যানসেলেশন ফর্মও প্রকাশ করা হবে। দাবিদারহীন জমা সংক্রান্ত বিষয়ের মীমাংসা করতে এই পদক্ষেপ সদর্থক ভূমিকা নেবে বলে আশা কেন্দ্রের।
রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, ২০২৫ সালের জুন পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এখন দাবিহীন অবস্থায় পড়ে রয়েছে ৫৮ হাজার ৩৩০ কোটি ২৬ লক্ষ টাকা। আর বেসরকারি ব্যাংকে সেই অঙ্কটা ৮ হাজার ৬৭৩ কোটি ৭২ লক্ষ টাকা।