• নৈহাটিতে বড়মা-র বিসর্জনের পরই দুর্ঘটনা, গঙ্গার ঘাটে যাওয়ার পথে ভিড়ের উপর উল্টে পড়ল সুউচ্চ প্রতিমা! তার পর...
    এই সময় | ২৫ অক্টোবর ২০২৫
  • শুক্রবার নৈহাটিতে বিসর্জন চলাকালীন ঘটে গেল এক দুর্ঘটনা। এ দিন এই এলাকার বিখ্যাত বড়মা কালীর বিসর্জন উপলক্ষে ঘাট এলাকায় ছিল থিকথিকে ভিড়। তার মধ্যে নিরঞ্জনের জন্য ঘাটে নিয়ে যাওয়ার পথে ভক্তদের ভিড়ের মাঝেই মুখ থুবড়ে পড়ল নৈহাটি এলাকারই অন্য জনপ্রিয় এবং বিশাল আকৃতির দেবী মূর্তি ‘বেচাকালী।’ ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। ভিড়ে ঠাসা অরবিন্দ রোডে হুড়োহুড়ি শুরু হয়ে যায় ভক্তদের মধ্যে।

    প্রশাসন সূত্রে খবর, ঘটনায় পুলিশকর্মীরা তড়িঘড়ি পদক্ষেপ করায় কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। এমনকি বিশাল কালী মূর্তি মুখ থুবড়ে ভিড়ের উপর পড়ে গেলেও এই ঘটনায় কেউ হতাহত হননি।

    ভক্তদের দাবি, বড় বিপদ থেকে মায়ের কৃপাতেই রক্ষা। প্রত্যক্ষদর্শী মৌমিতা জানার দাবি, ‘মা-ই বিপদ থেকে ঠাকুরই রক্ষা করেছেন। নইলে ওত বড় দুর্ঘটনাতেও কেউ আহত বা হতাহত হননি সেটা আশ্চর্যজনক ও অলৌকিক তো বটেই।’

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন নৈহাটির বড়মা-র সুবিশাল প্রতিমা নিরঞ্জন উপলক্ষে ঘাটে নেমেছিল ভক্তদের ঢল। বড়মার নিরঞ্জনের পরে সেই পথেই নিয়ে যাওয়া হচ্ছিল অরবিন্দ রোডের অন্য বিশাল প্রতিমা বেচাকালীকে। সুউচ্চ কালী মূর্তির বিসর্জন দেখতে ভিড় জমিয়েছিলেন প্রচুর মানুষ। সে সময়েই ঘটে দুর্ঘটনাটি। আচমকা ভারসাম্য হারিয়ে পড়ে যায় প্রতিমাটি। ঘটনার মুহূর্তের ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে- অরবিন্দ রোড জুড়ে তখন ভক্তদের ঢল, তারই মাঝে মুখ থুবড়ে পড়ছে প্রতিমা, আর প্রাণ বাঁচাতে ছুটছেন মানুষজন।

    প্রাথমিকভাবে প্রশাসনের অনুমান, প্রতিমার সঙ্গে বাঁধা দড়িতে বেকায়দায় টান বা কাঠামোগত ভারসাম্যের ত্রুটির কারণেই এমন দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার পর প্রশাসন দ্রুত পরিস্থিতি সামাল দেয় এবং প্রতিমাটিকে পুনরায় তুলে গঙ্গায় নিরঞ্জন করা হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

  • Link to this news (এই সময়)