জম্মু: গত আগস্টে বৈষ্ণোদেবী যাত্রার সময় প্রাকৃতিক বিপর্যয়ে ৩৪ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় শ্রী মাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ডের (এসএমভিডিএসবি) আধিকারিকদের বিরুদ্ধে গাফিলতি ও তার জেরে মৃত্যুর অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগ নিয়ে পুলিশ কী পদক্ষেপ করেছে, তা নিয়ে রিপোর্ট চাইল কাটরা আদালত। শুনানি চলাকালীন বিচারক সিদ্ধান্ত বৈদ জানান, অভিযোগ দায়ের হওয়ার পর দেড় মাসেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। তাই পুলিশ কী ব্যবস্থা নিয়েছে, তা নিয়ে রিয়াসি জেলার সিনিয়র পুলিশ সুপার ও ভাওয়ান থানার আধিকারিককে ২ সপ্তাহের মধ্যে ‘অ্যাকশন-টেকেন রিপোর্ট’ আদালতে জমা দিতে হবে।
গত ২৬ আগস্ট বৈষ্ণোদেবী যাত্রা চলাকালীন মেঘ ভাঙা বৃষ্টির ফলে ধস নামে। ৩৪ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়। রোহিত বালি নামে এক ব্যক্তি এসএমভিডিএসবির সিইও এবং অন্য আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। রোহিত অভিযোগ করেন, ২৫ ও ২৬ তারিখ ভারী বৃষ্টিপাত ও হড়পা বানের আশঙ্কায় রেড অ্যালার্ট থাকা সত্ত্বেও শ্রাইন বোর্ডের সিইও এবং অন্য আধিকারিকরা তীর্থযাত্রা বন্ধের জন্য কোনও নির্দেশিকা জারি করেননি।