• কার্বাইড গানে আহতের সংখ্যা বেড়ে তিনশো, দৃষ্টি হারাতে পারে ৩০ শিশু
    বর্তমান | ২৫ অক্টোবর ২০২৫
  • ভোপাল:  দীপাবলির আনন্দ উদযাপন করতে গিয়ে মর্মান্তিক পরিণতি। মধ্যপ্রদেশে বাড়ছে কার্বাইড গানে জখমের  সংখ্যা। বেসরকারি হিসেবে, এখনও পর্যন্ত প্রায় ৩০০ শিশুর চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের মধ্যে অন্তত ৩০ জনের দৃষ্টিশক্তি পুরোপুরি লোপ পেতে পারে বলে আশঙ্কা। মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রী (স্বাস্থ্য দফতরের দায়িত্বপ্রাপ্ত) রাজেন্দ্র শুক্লা বলেছেন, ‘বিষয়টি নিয়ে পর্যালোচনা বৈঠক করা হয়েছে। হামিদিয়া হাসপাতালে ভরতি ৭ শিশুর চোখের অবস্থা উদ্বেগজনক। গোয়ালিয়র, বিদিশাতেও কয়েকজন চিকিৎসাধীন। আহত শিশুদের চিকিৎসার জন্য বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’ তবে কার্বাইড গানে আহত শিশুর সংখ্যা ঠিক কত, তা নিয়ে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি। 

    এইমস ভোপালের এক চিকিৎসক জানিয়েছেন, ‘কার্বাইড বিস্ফোরণের ফলে শিশুদের চোখ ক্ষারজনিত কারণে ক্ষতিগ্রস্ত (অ্যালকেলি ইনজুরি) হয়েছে। অ্যালকেলি ইনজুরি চোখের স্থায়ী ক্ষতি করে। এক্ষেত্রে ক্ষতির পরিমাণ যাতে আর না বাড়ে, মূলত সেটারই চিকিৎসা করা হয়।’ ভোপাল এইমসের অপথ্যালমোলজি বিভাগের প্রধান চিকিৎসক ভাবনা শর্মা বলেছেন, ‘খুব কম ক্ষেত্রেই চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়া সম্ভব হয়। আমরা মাত্র একজনেরই দু’চোখেরই দৃষ্টি ফেরাতে পেরেছি।’ আহতদের অধিকাংশই ভোপাল ও সংলগ্ন এলাকার। তবে জবলপুর ও গোয়ালিয়রেও অন্তত ৫০ শিশু কার্বাইড গানে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। 
  • Link to this news (বর্তমান)