নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দীপাবলির পর পেরিয়ে গিয়েছে চারটি দিন। কিন্তু এরপরেও দিল্লিতে দূষণ কমার বিশেষ কোনও লক্ষণ দেখাই যাচ্ছে না। উদ্বেগজনক বিষয় হল, শুক্রবার সকাল ৮টায় দিল্লির একাধিক এলাকায় বাতাসে দূষণ পরিমাপক ‘এয়ার কোয়ালিটি ইনডেক্স’ (একিউআই) ৩০০ থেকে ৪০০য়ের ঘরে ঘোরাফেরা করেছে। অর্থাৎ, এদিন সকালে সামগ্রিকভাবেই দিল্লিতে দূষণ পরিস্থিতি ছিল হয় অত্যন্ত খারাপ, নাহলে বিপজ্জনক। এহেন আবহে আগামী ২৯ অক্টোবর, বুধবার দিল্লিতে প্রথম কৃত্রিম বৃষ্টিপাত হতে পারে। এমনই ইঙ্গিত দিয়েছে দিল্লির বিজেপি সরকার। ইতিমধ্যেই দিল্লির একটি অংশে এই ব্যাপারে পরীক্ষামূলক কর্মসূচি চালিয়েছে সরকার।আর তাতে সাফল্যও মিলেছে বলে দাবি করেছেন বিজেপি সরকারের মন্ত্রীরা। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (সিপিসিবি) তথ্য থেকে দেখা যাচ্ছে, এদিন সকাল ৮টায় দিল্লির আনন্দবিহার এলাকায় একিউইআই ছিল ৪০০য়ের বেশি। দিল্লির আর এক গুরুত্বপূর্ণ এলাকা আইটিওতে এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল সাড়ে ৩০০ ছুঁইছুঁই। এমনিতেই সিপিসিবির একিউআই তথ্য নিয়ে শুরু হয়েছে প্রবল রাজনৈতিক তরজা। দিল্লির বিরোধী দলগুলির অভিযোগ, প্রকৃতপক্ষে দিল্লির দূষণ পরিস্থিতি আরও খারাপ। কিন্তু বিজেপি সরকার যাতে বিপাকে না পড়ে, তাই সিপিসিবির তথ্যে সঠিক একিউআই উল্লেখ করাই হয় না। দীপাবলিতে যে-সময় সবথেকে বেশি আতশবাজি পুড়েছিল, সেইসময় দিল্লির বেশ কয়েকটি সিপিসিবি মনিটরিং স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছিল বলে ইতিমধ্যেই অভিযোগ করেছে প্রধান বিরোধী দল আম আদমি পার্টি (আপ)। এই পরিস্থিতিতে দিল্লির প্রথম কৃত্রিম বৃষ্টিপাত দূষণ সমেত যাবতীয় বিতর্কেও জল ঢেলে দিতে পারবে কি? আপাতত এই প্রশ্নেই শুরু হয়েছে জল্পনা।