• জুবিন গর্গের মৃত্যু তদন্তের নথি অসম পুলিশকে দেবে সিঙ্গাপুর, জানাল সিট
    বর্তমান | ২৫ অক্টোবর ২০২৫
  • গুয়াহাটি: জুবিন গর্গের মৃত্যু তদন্তের যাবতীয় নথি, তথ্য অসম পুলিশের সঙ্গে শেয়ার করবে সিঙ্গাপুর পুলিশ। সম্প্রতি এই তদন্তের জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন অসম পুলিশের বিশেষ তদন্তকারী দল। সেখানেই তদন্তকারীদের তথ্য শেয়ার করার আশ্বাস দিয়েছে সিঙ্গাপুর পুলিশ। আগামী ১০ দিনের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার কথা জানানো হয়েছে। 

    অসম পুলিশের অপরাধ দমন শাখার স্পেশাল ডিরেক্টর জেনারেল মুন্না প্রসাদ গুপ্তা জানান, ইতিমধ্যে সিঙ্গাপুর কর্তৃপক্ষ ভারতীয় দূতাবাসের মাধ্যমে জুবিন গর্গের ময়নাতদন্তের রিপোর্ট পাঠিয়েছে। তদন্তের ক্ষেত্রে এই রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০ অক্টোবর সিঙ্গাপুরে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক করে অসম পুলিশ। সিঙ্গাপুর পুলিশের কাছ থেকে আইনি সহায়তা দ্রুত পেতে জোর দেওয়া হচ্ছে। কারণ ৯০ দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে অসম পুলিশকে।  ছবি: পিটিআই
  • Link to this news (বর্তমান)