• প্রতি ঘণ্টায় কত অসংরক্ষিত টিকিট বিকোচ্ছে, জোনগুলির কাছে হিসেব চাইল রেলমন্ত্রক, নিউদিল্লি স্টেশনের পরিস্থিতি থেকে শিক্ষা
    বর্তমান | ২৫ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রতি ঘণ্টায় বিভিন্ন স্টেশনে কত অসংরক্ষিত শ্রেণির টিকিট বুকিং হচ্ছে? এবার জোনগুলির কাছে হিসেব চাইছে রেলমন্ত্রক। লক্ষ্য একটাই, গত ফেব্রুয়ারি মাসে নিউদিল্লি স্টেশনের মতো পরিস্থিতি যেন আর কোথাও না হয়। ছটপুজো উপলক্ষ্যে বাড়ি ফেরার জন্য যাত্রী ভিড় মাত্রাছাড়া হতেই আরও বেশি সতর্ক হচ্ছে রেল বোর্ড। শুধুমাত্র কন্ট্রোল রুম খোলাই নয়, প্রয়োজনে মিনি কন্ট্রোল রুম খুলেও পরিস্থিতির উপর কড়া নজরদারি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে রেলের জোন এবং ডিভিশনগুলিকে। আগামী মাসেই বিহারে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন। ফলে আসন্ন ছটপুজোকে রাজনীতির হাতিয়ার করতে মরিয়া মোদি সরকার। 

    ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেমন বিহারের জন্য কার্যত কল্পতরু হয়ে উঠেছিলেন, তেমনই ছটপুজো উপলক্ষ্যে প্রধানত বিহারবাসীর জন্য স্পেশাল ট্রেনের বন্দোবস্ত করতেও কোমর বেঁধেছে রেলমন্ত্রক। উৎসবের মরশুমে যে হাজার হাজার স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করেছে রেল, তার একটি বড় অংশই চলছে বিহার অভিমুখে। এই পরিস্থিতিতে প্রতি ঘণ্টায় অসংরক্ষিত শ্রেণির টিকিট বুকিংয়ের হিসেব জানতে চাওয়ার বিষয়টিকে তাই উল্লেখযোগ্য বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, শুক্রবারই রেল বোর্ড জানিয়েছে, ছটপুজো শেষে নিজের কর্মস্থলে ফেরার জন্য আলাদা করে ছ’হাজারের বেশি স্পেশাল ট্রেন চালানো হবে। এর মধ্যে পরবর্তী তিনদিনের মধ্যে চালানো হবে ৯০০টি স্পেশাল ট্রেন।
  • Link to this news (বর্তমান)