• এনডিএ জিতলেও মুখ্যমন্ত্রী হতে পারবেন না নীতীশ, দাবি তেজস্বীর
    বর্তমান | ২৫ অক্টোবর ২০২৫
  • পাটনা: এনডিএ জোট জিতলেও এবার আর বিহারের মুখ্যমন্ত্রী হতে পারবেন না নীতীশ কুমার। শুক্রবার এমনই দাবি করে ক্ষমতাসীন এনডিএ শিবিরের ফাটল উসকে দিলেন তেজস্বী যাদব। সেইসঙ্গে ‘বিহারি বনাম বহিরাগত’ তত্ত্বও হাতিয়ার করেছেন আরজেডি নেতা। বিরোধী শিবির ইতিমধ্যেই তেজস্বীকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করেছে। কিন্তু এনডিএ শিবির এব্যাপারে স্পষ্ট ঘোষণা করেনি। আর তা নিয়েই ‘বিহারি’ আবেগে শান দিলেন বিরোধী দলনেতা। 

    দ্বারভাঙার কেওটিতে প্রচার সভায় তেজস্বী সুর চড়িয়ে বলেছেন,  ‘আমাদের চাচার (নীতীশ কুমার) কোনও কিছুতেই আর নিয়ন্ত্রণ নেই। তাঁকে নরেন্দ্র মোদি ও অমিত শাহ হাইজ্যাক করেছেন। এভাবে তাঁরা বাইরে থেকে বিহারকে নিয়ন্ত্রণ করছেন।’ এজন্য ‘বাহারি’ নয়, ‘বিহারি’দের পক্ষে ভোট দেওয়ার জন্য রাজ্যের মানুষের কাছে আবেদন জানিয়েছেন তিনি। নীতীশের দীর্ঘ  শাসনে সার্বিক ব্যর্থতার অভিযোগেও সরব হয়েছেন তেজস্বী। তিনি বলেছেন, ২০ বছর ধরে  নীতীশের জেডিইউ-র নেতৃত্বে এনডিএ জোট ক্ষমতায় রয়েছে। কিন্তু তারপরও বিহার ‘দরিদ্র’ রাজ্য হিসেবেই বিবেচিত হয়। এনডিএ সরকার দুর্নীতিগ্রস্ত নেতা ও অপরাধীদের আড়াল করছে বলেও দাবি তেজস্বীর। পাশাপাশি তাঁর আশ্বাস, বিরোধী জোট ক্ষমতায় এলে মানুষের অভাব-অভিযোগের নিষ্পত্তিই অগ্রাধিকার পাবে।  কর্মসংস্থান ও কম দামে ওষুধের ব্যবস্থা করা হবে। 

    বিরোধী নেতাদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির তৎপরতা নিয়েও  আক্রমণ শানিয়েছেন তেজস্বী। চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেছেন, ‘লালু যাদব মোদিকে ভয় পান না, তাঁর ছেলেও পাবে না।’ তেজস্বী বলেন, বিহারের মানুষ চায় ‘দুর্নীতি ও অপরাধমুক্ত রাজ্য, যা লগ্নিকারীদের আর্কষণ করবে।’  ক্ষমতায় এলে রান্নার গ্যাসের দাম কমিয়ে ৫০০ টাকা করা, দেড় হাজার টাকা বৃদ্ধভাতা, চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের স্থায়ী চাকরি, পরিবার পিছু একজনের সরকারি চাকরির মতো প্রতিশ্রুতির কথাও জনসভায় উল্লেখ করেছেন তেজস্বী। তাঁর দাবি,  ‘১৭ মাস উপমুখ্যমন্ত্রী থাকাকালীন প্রচুর চাকরির ব্যবস্থা করেছিলাম। কিন্তু পরে এনডিএ সরকার সেই গতি ধরে রাখতে পারেনি।’ মোদির বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতিকেও কটাক্ষ করেছেন তিনি।
  • Link to this news (বর্তমান)