• প্রশান্ত কিশোরকে নিয়ে চর্চাই নেই, অকপট দীপঙ্কর ভট্টাচার্য, ‘মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে রয়েছেন’
    বর্তমান | ২৫ অক্টোবর ২০২৫
  • দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: ‘বিহারে প্রশান্ত কিশোরকে নিয়ে কোনও চর্চা নেই। যা আলোচনা, তা বিহারের বাইরে। এবারের বিহার বিধানসভা নির্বাচনে বিরোধী ইন্ডিয়া জোট চমকপ্রদ ফল করবে।’ ২০টি আসনে লড়াই করা সিপিআইএমএলের (লিবারেশন) সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য স্পষ্টই বুঝিয়ে দিলেন, ভোটে এনডিএ শিবিরের আশা বিশেষ নেই। বিহার থেকে ‘বর্তমান’কে একান্তে দীপঙ্করবাবু বললেন, ‘পাঁচ বছর আগেই বিহারের মানুষ বুঝিয়েছিল, তারা পরিবর্তন চায়। কোনওমতে নীতিশ কুমার জিততে পেরেছিলেন। এবার আর তা হবে না। রাজ্যের ছবি সম্পূর্ণ আলাদা। বিরোধীরা এককাট্টা। বিহারের মানুষও পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। বিহারে এখন কোনও সরকার আছে বলে মনেই হচ্ছে না। দুর্নীতি, বেকারত্ব, অপরাধ হয়ত আগে হত। কিন্তু এনডিএ আমলে তার দশ গুণ বেশি হচ্ছে।’ চিরাগ পাসওয়ান হোক কিংবা প্রশান্ত কিশোর—দু’জনের কেউই বিহার নির্বাচনে ‘ফ্যাক্টর’ হবেন না। দীপঙ্কর বলেন, ‘গতবার চিরাগ পাসওয়ান বাইরে থেকে এনডিএর সঙ্গে ছিলেন। এবার ভিতরেই আছেন। ফারাক বলতে এটুকুই। বিজেপি তথা এনডিএ শিবিরে ফাটল অনেক বেশি। তারা বাইরে যত ঐক্য দেখাচ্ছে। ভিতরে অনৈক্য ততই বেশি। বিজেপি কর্মীদের মধ্যেই দলের প্রতি যথেষ্ট অসন্তোষ আছে। তাই চিরাগের এনডিএতে থাকা কিংবা না থাকা কোনও প্রভাব ফেলবে না।’ প্রশান্ত কিশোরের নির্বাচনী লড়াইয়ের ফলে এবার যে বিহার ভোট ত্রিমুখী, তাও মানতে নারাজ দীপঙ্করবাবু। বলেন, ‘প্রশান্ত কিশোরের রিসোর্স আছে। একটা পরিচিতি আছে। কাজেই তাঁকে নিয়ে চর্চা রয়েছে। কিন্তু সেই চর্চা করছেন তাঁরাই, যাঁরা বিহারের বাইরে রয়েছেন। বিহারের মধ্যে প্রশান্ত কিশোরকে নিয়ে কোনও চর্চা নেই। তাই প্রতিযোগিতার প্রশ্নই ওঠে না। তাঁর নতুন রাজনৈতিক দল। তা নিয়ে আমি কোনও কথা বলতেও চাই না।’ তাঁর দাবি, মুকেশ সাহানি সর্বসম্মতিতে ইন্ডিয়া জোটের উপ-মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হয়েছেন ঠিকই। তবে ফলাফলের পর এই পদে আরও নাম আসবে। এবারের বিহার নির্বাচনে বাম ব্লকের জন্য বরাদ্দ হয়েছে ৩০টি আসন। তার মধ্যে সিপিএম প্রার্থী দিয়েছে চারটিতে, সিপিআই ছ’টিতে। বাকি ২০টি আসনে লড়ছে লিবারেশন। 
  • Link to this news (বর্তমান)