এসআইআর নিয়ে সুর চড়ালেন চন্দ্রিমা, বিএলএ’দের তালিকা তৈরি শুরু তৃণমূলের
বর্তমান | ২৫ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, মালদহ: এবার মালদহে এসে এসআইআর নিয়ে সুর চড়ালেন মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অবৈধ ভাবে এসআইআর লাগু নিয়ে তিনি একযোগে নিশানা করেন বিজেপি ও জাতীয় নির্বাচন কমিশনকে। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, অনেকে বলছেন বাংলায় নাকি ১ কোটি ২০ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হবে। যাঁরা এই সমস্ত কথা বলছেন তাঁরা কীভাবে বুঝলেন সংখ্যাটা ১ কোটি ২০ লক্ষ।
শুক্রবার ইংলিশবাজার শহরের টাউন হলে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীসভা হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রী তথা স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানেই এসআইআর লাগু নিয়ে একসঙ্গে বিজেপি এবং জাতীয় নির্বাচন কমিশনকে আক্রমণ করেন তিনি।
এদিনের সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন মহিলা তৃণমূলের রাজ্য সহ সভাপতি স্মিতা বক্সি, রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, মালদহ জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী সহ জেলা তৃণমূল নেতৃত্ব। এদিন জাতীয় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, যাঁদের ভোটে ২০২৪ সালে কেন্দ্রের সরকার তৈরি হল তাঁরা এখন অবৈধ ভোটার হলে কেন্দ্রে ক্ষমতাসীনদের পদত্যাগ করা উচিত।
চন্দ্রিমা বলেন, অবৈধ ভাবে যাতে কোনও ভোটারের নাম বাদ না যায় তার জন্য এখন থেকেই মহিলাদের ভোটার লিস্ট নিয়ে বুথে বুথে কাজে নেমে পড়তে হবে। একথা বলে তিনি শ্লোগান তোলেন, ‘মহিলাদের ক্ষমতার মূল, দিদির তৈরি তৃণমূল’। দলের মহিলা কর্মীদের উদ্দেশ্যে এরপর তিনি নির্দেশ দিয়ে বলেন, অবৈধ ভাবে যেন একজনও ভোটারের নাম বাদ না যায়। তারজন্য মহিলাদের শপথ নিতে হবে এবং দল বেঁধে তৈরি থাকতে হবে।
এদিকে নির্ভুল এবং সঠিক ভোটার তালিকা তৈরি করতে মালদহ জেলায় ব্লক ভিত্তিক বিএলএ-২ অর্থাৎ দলের বুথ লেভেল এজেন্টদের তালিকা তৈরির প্রক্রিয়া শুরু করল তৃণমূল। একেবারে অঞ্চল স্তর থেকে শুরু করে বিএলএ-২ এর তালিকা তৈরি করছে তৃণমূল। দলের মালদহ জেলার মুখপাত্র আশিস কুণ্ডু বলেন, জেলার ১৯টি সাংগঠনিক ব্লকে বিএলএ-২ তালিকা তৈরির কাজ চলছে। কেন্দ্রের বিজেপি সরকার জাতীয় নির্বাচন কমিশনকে হাতিয়ার করে এসআইআর লাগু করে যদি বাংলার ভোটারদের নাম কাটার চক্রান্ত করে তাহলে আমরা প্রতিহত করার জন্য প্রস্তুত আছি। ইংলিশবাজারের টাউন হলে দলের কর্মি সম্মেলনে মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রয়েছেন ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী।-নিজস্ব চিত্র