• দিলীপের ওয়ার্ডে ছটের সামগ্রী বিতরণ, মেয়রকে ‘পরিযায়ী’ বলে কটাক্ষ
    বর্তমান | ২৫ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ছটব্রতীদের পুজোর উপকরণ বিতরণ নিয়ে ফের কাজিয়ায় জড়ালেন ৪৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলার দিলীপ বর্মন ও মেয়র গৌতম দেব। গৌতম দেব সরাসরি বিষয়টি উপেক্ষা করলেও মেয়রকে কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ। তাঁর দাবি, সারাবছর ওয়ার্ডের মানুষের জন্য তিনি কাজ করেন। ছটপুজোর সময়ও ছটব্রতীদের জন্য সামগ্রী বিতরণ তাঁর সেই কাজের একটি। বাইরে থেকে পরিযায়ী হিসেবে ওয়ার্ডে এসে ছটের সামগ্রী বিতরণ করলেন মেয়র। উল্লেখ্য, সম্প্রতি বোর্ড মিটিংয়ে দিলীপের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল মেয়র এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকারের। তারপর বোর্ড মিটিং থেকে দিলীপকে বের করে দেওয়া হয়েছিল। সেই ঘটনার পর থেকেই মেয়র, ডেপুটি মেয়র সহ দলের একাধিক ব্যক্তির বিষয়ে তির্যক মন্তব্য করতে শুরু করেন দিলীপ। রাজ্য নেতৃত্ব তাঁকে শোকজ করেছিল। শুক্রবার ৪৬ নম্বর ওয়ার্ডের দলীয় অফিসের সামনে মঞ্চ বেঁধে ছটব্রতীদের সামগ্রী বিতরণ করেন মেয়র গৌতম দেব। অন্যদিকে, শ্রীগুরু বিদ্যামন্দির স্কুলের মাঠে মঞ্চ তৈরি করে সামগ্রী বিতরণ করেন দিলীপ বর্মন। দু’জনেই কেউই কারও কর্মসূচিতে অংশগ্রহণ করেননি। যা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। যদিও মেয়র বলেন, আমি প্রত্যেকটি ওয়ার্ডে ছটের সামগ্রী বিতরণ করছি। ৪৬ নম্বর ওয়ার্ডও বিতরণ করেছি। এতে কোথাও বিতর্কের কিছু নেই। তবে দিলীপ বর্মন বলেন, আমি আমার ওয়ার্ডে সারাবছর কাজ করি। কেউ পরিযায়ী হিসেবে যদি আমার ওয়ার্ডে এসে ছটব্রতীদের সামগ্রী বিতরণ করেন তবে আমার কিছু করার নেই। আমি ৭০০ মানুষকে ছটপুজোর সামগ্রী বিতরণ করেছি।  
  • Link to this news (বর্তমান)