• স্টেশনের মাইকে তারস্বরে ছটের গান, ঘোষণা শুনতে না পেয়ে বিপাকে যাত্রীরা
    বর্তমান | ২৫ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, আসানসোল: শুক্রবার থেকেই ছট উৎসবে মাতোয়ারা শিল্পাঞ্চল। এই পরিস্থিতিতে প্ল্যাটফর্মের মাইকে ছটের গান বাজিয়ে বিতর্কে রেল। এদিন আসানসোল স্টেশনে গিয়ে যাত্রীরা শুনতে পান প্ল্যাটফর্মের মাইকগুলি থেকেই বাজানো হচ্ছে ছটের গান। এমনকী যখন গুরুত্বপূর্ণ ট্রেনের তথ্য ঘোষণা করা হচ্ছে তখনও সেই গান বন্ধ করা হচ্ছে না। যার ফলে বহু যাত্রীই গুরুত্বপূর্ণ ঘোষণা শুনতে না পেয়ে সমস্যায় পড়ছেন। তারা শুনতেই পারছেন না কোন প্ল্যাটফর্মে কোন ট্রেন আসছে। যদিও পরে ভুল সংশোধন করে নেয় রেল কর্তৃপক্ষ। 

    এদিন সকাল থেকেই ছট উপলক্ষ্যে আসানসোল স্টেশনে ছিল চূড়ান্ত ব্যস্ততা। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ অভিমুখে যাওয়া ট্রেন গুলিতে ব্যাপক ভিড় ছিল। সাধারণ কামরায় যাত্রীদের সুষ্ঠুভাবে ট্রেনে তুলে দিতে তৎপর ছিল আরপিএফ। হোল্ডিং এরিয়া থেকে লাইন করে এনে তাঁদের ট্রেনে চাপানো হয়েছে। কিন্তু বিতর্ক বাড়ে মাইকে গান বাজানো নিয়ে। ট্রেনের খবর ঘোষণার সময়ে তারস্বরে গান বাজায় মানুষ বিড়ম্বনায় পড়ে। ধানবাদ অভিমুখে যাওয়া যাত্রী দেবাশিস দাস বলেন, রেলের মাইকে এভাবে তারস্বরে গান বাজতে আমি আগে শুনিনি। তাও ট্রেন ঘোষণা হওয়ার সময়েও এই গান বন্ধ করা হচ্ছে না। বাংলা পক্ষের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক অক্ষয় বন্দ্যেপাধ্যায় বলেন, আসানসোল স্টেশন বার বার হিন্দি সাম্রাজ্যবাদ দেখা গিয়েছে। আগে সাইনবোর্ড থেকে বাংলা তুলে দেওয়া হয়েছিল। আমরা আন্দোলন করেছিলাম। একটা সময়ে মা‌ইকে বাংলা ভাষায় ঘোষণা করা বন্ধ করে দেওয়া হয়েছিল। তখনও আন্দোলনের পর রেল পিছু হটে। এবার এই কাণ্ড। আমরা জানতে চাই কালীপুজোর সময়ে স্টেশনের মাইকে শ্যামাসঙ্গীত বাজানো হয় না কেন?

    আসানসোল ডিভিশনের জনসংযোগ আধিকারিক বিপ্লব বাউরি বলেন, বিভিন্ন উৎসবের মরশুমেই এই জিঙ্গল বাজানো হয়। কিন্তু তা কখনও ট্রেন ঘোষণা হওয়ার সময়ে বাজানো যায় না। আমরা পুরো বিষয়টি তদন্ত করছি। 
  • Link to this news (বর্তমান)