পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ ‘এক্সেলেন্ট’, দুর্গাপুরে মন্তব্য রাজ্যপালের
বর্তমান | ২৫ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুর এনআইটির অনুষ্ঠানে এসে রাজ্যের ভবিষ্যত নিয়ে ভূয়সী প্রশংসা করে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপাল বলেন, বাংলার উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে শিল্প ও শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে। শিল্পক্ষেত্রের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে গভীর সংযোগ সাধন করলে তা সম্ভব হবে। পশ্চিমবঙ্গের ভবিষ্যত উজ্জ্বল (এক্সেলেন্ট)। রাজ্য সরকারের সমালোচনা ও রাজ্যের ভবিষ্যৎ নিয়ে এতদিন উদ্বেগ প্রকাশ করতেই দেখা গিয়েছিল রাজ্যপালকে। এবার কিন্তু ১৮০ ডিগ্রি অবস্থান বদল করলেন তিনি। তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্যের ভবিষ্যত রসাতলে গিয়েছে বলে বার বার অভিযোগ তুলেছে বিজেপি। সেখানে বিজেপি বিধায়ক ও কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে যোগ দেওয়ার পরই এই মন্তব্য চমকিত রাজনৈতিক মহল।
রাজ্যের পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, উনি তো দিল্লির কর্তাদের নির্দেশ ছাড়া কোনও কথা বলতে পারেন না। তাহলে কি দিল্লির বাবুরাও বুঝলেন যে, জুমলা করে লাভ হচ্ছে না! তাই বাংলার প্রকৃত অবস্থা মেনে নেওয়াই ভালো। বিলম্বিত বোধদয় হলেও ভালো।
দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক এই মন্তব্য নিয়ে রীতিমতো বেকাদায়। কয়েক মাস পরেই বিধানসভা নির্বাচন। দুর্গাপুরে শিল্পের করুণ অবস্থা নিয়ে দিনরাত তৃণমূলকে তোপ দাগেন। সেই দুর্গাপুরের এসেই এহেন মন্তব্য করলেন রাজ্যপাল। এই প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যপাল ব্যঙ্গ করে একথা বলেছেন। উনি এই কথা বলার পরই সবাই হেসে উঠেছিল। আসলে সামনের নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে কেন্দ্র রাজ্য সমন্বয়ে রাজ্যের ভবিষ্যত উজ্জ্বল হবে তাই বোঝাতে চেয়েছেন।
দুর্গাপুর এনআইটির ইনস্টিটিউশন ইনোভেশন কাউন্সিলের উদ্যোগে দু’ দিনের ‘অ্যাকাডেমিয়া ইন্ড্রাস্ট্রি অ্যান্ড অ্যালুমনি ইন্টারঅ্যাকশন সামিট ২০২৫’ সূচনা হয় শুক্রবার। প্রতিষ্ঠানের নিউ অডিটোরিয়ামে দু’ দিনের এই কর্মসূচিতে বহু নামজাদা শিক্ষা প্রতিষ্ঠানের অধিকর্তারা এসেছিলেন। সেখানেই মুখ্য অতিথি ছিলেন রাজ্যপাল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। অনুষ্ঠান মঞ্চে দীর্ঘ বক্তব্য রাখার সময়ে উপাচার্য নিয়োগ নিয়েও নিজের অবস্থান জানান রাজ্যপাল। তিনি বলেন, আমি যখন জানতে পারি প্রতিষ্ঠানগুলিতে সমাবর্তন হচ্ছে না, তখনই এনিয়ে আমি তৎপর হয়েছিলাম। এদিন অনুষ্ঠানস্থল থেকে শিল্প সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একাধিক মউ স্বাক্ষরিতও হয়েছে। প্রতিষ্ঠানের অধিকর্তা অরবিন্দ চৌবে অতিথিদের স্বাগত জানান।