সাতকেন্দুরি যাওয়ার রাস্তা দীর্ঘদিন বেহাল, প্রতিবাদে পথ অবরোধ
বর্তমান | ২৫ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: দুবরাজপুর শহরের আশ্রম মোড় থেকে সাতকেন্দুরি যাওয়ার বাইপাস দীর্ঘদিন ধরে বেহাল পড়ে থাকার প্রতিবাদে পথ অবরোধ করলেন স্থানীয়রা। বাসিন্দাদের অভিযোগ, চলাচলের অযোগ্য হয়ে পড়েছে রাস্তাটি। বারংবার অভিযোগ জানালেও প্রশাসন এ ব্যাপারে কোনও সদর্থক পদক্ষেপ নেয়নি। রাস্তায় টায়ার, গাছের ডাল, মোটর সাইকেল রেখে অবরোধে করেন বাসিন্দারা। দুবরাজপুর থানার পুলিশ বাসিন্দাদের বুঝিয়ে অবরোধ তুললে যান চলাচল স্বাভাবিক হয়। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিন কিলোমিটার দীর্ঘ বাইপাস ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। রাস্তার পিচের আস্তরণ উঠে গিয়েছে। তৈরি হয়েছে বড় বড় গর্ত। বর্ষাকালে তা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। সেই সঙ্গে রয়েছে ধুলোর দাপট। বাড়ছে দুর্ঘটনাও। এর জেরে অতিষ্ঠ এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা শেখ আব্বাস বলেন, রাস্তার অবস্থা এতই খারাপ যে কোনও টোটো পর্যন্ত আসতে চায় না। আমাদের যাতায়াতে খুবই অসুবিধা হয়। এ নিয়ে আমরা আগেও অবরোধ করেছি। পুরসভার চেয়ারম্যান বর্ষার পরে রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এখনও পর্যন্ত রাস্তা সংস্কার শুরু হয়নি। সেই কারণেই আমরা অবরোধ করতে বাধ্য হয়েছি।
শেখ ইব্রাহিম নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, গত প্রায় তিন বছরের বেশি সময় ধরে রাস্তাটি এই অবস্থাতেই পড়ে রয়েছে। বর্ষাকালে যাতায়াত করা যায় না। রাস্তার জল জমা গর্তে কত যে দুর্ঘটনা ঘটেছে। সেই কারণে এর আগে আমরা এ নিয়ে আন্দোলন করেছি। অবরোধ করেছি। তারপরেই রাস্তার ধারে নির্মাণ সামগ্রী ফেলতে শুরু করে পুরসভা। ভেবেছিলাম রাস্তার সংস্কার হবে। কিন্তু দু’ দিন পর আবার তা উধাও হয়ে যায়। টোটো চালক বাপি কাহার বলেন, এই রাস্তায় টোটো নিয়ে এলে টোটো পাল্টি খাওয়ার জোগাড় হয়। বহু টোটো এই রাস্তায় এসে খারাপ হয়ে গিয়েছে। সেই কারণে আমরাও চাইছি রাস্তা সংস্কার হোক। এনিয়ে পুরসভার চেয়ারম্যান পীযুষ পান্ডে বলেন, প্রকল্পে এই রাস্তায় সংস্কারের জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি রাজ্যে। পেভার ব্লক দিয়ে রাস্তার কাজ হবে। প্রথম পর্যায়ের কাজ খুব বেশি হলে দশ দিনের মধ্যেই শুরু হবে।