• কান্দিতে বাসের ধাক্কায় ছিটকে গেল টোটো, মৃত ১, জখম ৪
    বর্তমান | ২৫ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, কান্দি: শুক্রবার সন্ধ্যায় সরকারি বাসের ধাক্কায় উড়ে গেল যাত্রীবোঝাই টোটো। ঘটনাস্থলেই মৃত্যু হল একজনের। জখম আরও চারজন। ঘটনাটি ঘটে বহরমপুর-সুলতানপুর ১১ নম্বর রাজ্য সড়কের কান্দি থানার ভাগিরথী দুগ্ধ উৎপাদন সমিতির কাছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সাইন শেখ(৩০)। তাঁর বাড়ি কান্দি থানার যশোহরি গ্রামে। পুলিশ সরকারি বাসটি আটক করলেও চালক পলাতক। এই দুর্ঘটনায় কিছুক্ষণের জন্য ওই রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই রাস্তার দুগ্ধ উৎপাদন সমিতির উত্তরদিকে একটি পিচ রাস্তা চৈতন্যপুর গ্রামের দিকে চলে গিয়েছে। তবে ওই তিনমাথার মোড়ে কোনও স্পিডব্রেকার বা হাইলাইট বোর্ড নেই। ফলে রাজ্য সড়কের উপর দিয়ে আসা গাড়িগুলি ওই গ্রামীণ রাস্তার অস্তিত্ব বুঝতে পারেন না।

    প্রত্যাক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সন্ধ্যা ৬টা নাগাদ সরকারি বাসটি সিউরি থেকে বহরমপুরের দিকে আসছিল। সেইসময় যাত্রীবোঝাই টোটোটি কান্দি থেকে চৈতন্যপুর যাচ্ছিল। এরপর হঠাৎ করেই টোটোটি চৈতন্যপুরের রাস্তায় ঢোকার জন্য ডানদিকে বাঁক নেয়। সেই সময় গতীশীল সরকারি বাসের ধাক্কায় টোটোটি কার্যত উড়ে যায়। যাত্রীরা বহু দূর পর্যন্ত ছিটকে পড়েন। টোটোটি দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা ও কান্দি থানার পুলিশ জখমদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা একজনকে মৃত বলে জানান।

    তড়িঘড়ি মহিলা যাত্রী আরশিদা বিবি ও তাঁর কোলের এক শিশুকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ওই মহিলা যাত্রীর বাড়ি চৈতন্যপুর গ্রামে। তিনি কান্দি থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। তবে তাঁর সঙ্গে থাকা আরও এক কন্যাশিশু অক্ষত রয়েছে।

    দুর্ঘটনার পর আরও দুই জখম যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
  • Link to this news (বর্তমান)