• প্রেমিকার বাড়ি গিয়ে আক্রান্ত যুবক, পালটা বাবার দোকানে হামলা, চাঞ্চল্য
    বর্তমান | ২৫ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: গভীর রাতে প্রেমিকার বাড়িতে দেখা করতে গিয়ে আক্রান্ত হল এক যুবক। সেই অভিযোগকে কেন্দ্র করে পাল্টা হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল শ্রীরামপুরে। শুক্রবার দুপুরে প্রেমিকের আত্মীয় ও পরিচিতরা প্রভাসনগরে প্রেমিকার বাবার দোকানে হামলা চালায় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে সেখানে পুলিশ বাহিনী যায়। পরে র‌্যাফও নামানো হয়। ক্ষুব্ধ জনতার হাতে আক্রান্ত প্রেমিকার দাদাকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। অন্যদিকে, আক্রান্ত প্রেমিকের পরিবারের দাবি, মারধর করে তাঁদের ছেলের একটি চোখ নষ্ট করে দেওয়া হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রেমিক যুবকের নাম বৈদ্যরাজ বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তিনি গুরুতর জখম অবস্থায় কলকাতার একটি মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।

    শ্রীরামপুর থানার পুলিশ জানিয়েছে, একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এক যুবককে বাড়িতে ডেকে মারধরের অভিযোগ দায়ের হয়েছে। সমস্ত বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। বৈদ্যরাজের বোন রাজেশ্বরী বলেন, ‘আমার দাদার প্রেমিকার বিয়ে ঠিক হয়েছিল। তারপরেই দাদা ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয়। কিন্তু প্রেমিকা রাজি ছিল না। স্থানীয় বাসিন্দা ওই তরুণী বুধবার রাতে দাদাকে বাড়িতে ডেকে পাঠায়। গভীর রাত পর্যন্ত দাদা না ফেরায় আমরা খোঁজ করতে যাই। তখন দেখি দাদা গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছে। তাঁর দুই চোখে শাবল দিতে আঘাত করা হয়েছে। বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টাও করা হয়। দাদা বর্তমানে চিকিৎসাধীন। তাঁর একটি চোখ নষ্ট হওয়ার আশঙ্কা দেখআ দিয়েছে। আমরা থানায় অভিযোগ দায়ের করেছি।’ এ নিয়ে অবশ্য অভিযুক্ত পরিবারের কোনও সদস্য মন্তব্য করতে চাননি।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্রীরামপুরের ওই তরুণ ও তরুণীর মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ছিল। এরই মধ্যে পরিবার তরুণীর বিয়ে ঠিক করে। আগামী ৩ ডিসেম্বর বিয়ের দিন স্থির হয়। ‌বৈদ্যরাজের পরিবারের দাবি, বুধবার গভীর রাতে ওই তরুণী ফোন করে তাঁকে বাড়িতে ডাকে। শেষবার সাক্ষাতের কথা বলায় যুবকও তাঁর সঙ্গে দেখা করতে চলে যান। কিন্তু তিনি দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় তাঁর বোন কয়েকজন আত্মীয় প্রেমিকার বাড়িতে যান। অভিযোগ, সেখানেই জখম অবস্থায় বৈদ্যরাজকে দেখতে পান তাঁরা। রাতে তাঁকে প্রথমে শ্রীরামপুরের সুপার স্পেশালিটি হাসপাতালে, পরে বৃহস্পতিবার কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়। প্রেমিকের বোনের দাবি, রাতে প্রেমিকার পরিবার ‘দাদা পড়ে গিয়েছে’ বলে বিষয়টি আড়ালের চেষ্টা করেছিল। কিন্তু বৈদ্যরাজ জানান, তাঁর উপরে হামলা হয়েছে। এরপরেই শুক্রবার দুপুরে প্রেমিকার বাবার দোকানে চড়াও হয় বৈদ্যরাজের আত্মীয়রা। দু’পক্ষের মধ্যে কার্যত মারামারি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে র‌্যাফ নামাতে হয়। 
  • Link to this news (বর্তমান)