নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চমাধ্যমিকের পার্ট টু (সার্বিকভাবে তৃতীয় সেমেস্টার) পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে ৩১ অক্টোবরই। শুক্রবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে একথা জানিয়েছেন সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। ওই দিন দুপুর ১টা থেকে সংসদ এবং অন্যান্য বেসরকারি পোর্টালের মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। সংসদ জানিয়েছে, ফলপ্রকাশের দিন সাংবাদিক বৈঠক করা হবে। আগামী সপ্তাহেই সংসদ ফলপ্রকাশের পাবলিক নোটিশ জারি করবে। তাতেই সাংবাদিক বৈঠকের সময় জানিয়ে দেওয়া হবে। প্রসঙ্গত, পরীক্ষার পরপরই সংসদ ৩১ অক্টোবর ফলপ্রকাশের সম্ভাব্য দিন বলে জানিয়েছিল। তবে এমনও ইঙ্গিত দেওয়া হয়েছিল, পরিস্থিতি বিশেষে সময়সীমা কিছুটা বাড়তেও পারে। তবে শেষ পর্যন্ত তা হচ্ছে না। ২২ সেপ্টেম্বর পরীক্ষা শেষ হয়েছিল। অর্থাৎ ৩৯ দিনের মাথায় ফল প্রকাশিত হতে চলেছে। এমসিকিউ ভিত্তিক পরীক্ষা হয়েছিল ওএমআর শিটের মাধ্যমে। মূল্যায়নের সিংহভাগই হয়েছে যান্ত্রিক পদ্ধতিতে। সেই কারণে পুজোর ছুটি থাকা সত্ত্বেও রেকর্ড সময়ে ফল প্রকাশ করতে পারছে সংসদ।