নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। তার জেরে মৃত্যু হয়েছে এক নাবালিকার। সেই ঘটনার প্রতিবাদে উত্তেজনা ছড়াল ক্যানিং থানার সাতমুখী বাজারে। ওই হাসপাতাল বন্ধ করার দাবিতে রাস্তায় নামেন এলাকাবাসী। দীর্ঘক্ষণ ক্যানিং-হেড়োভাঙা রোড অবরোধ করেন তাঁরা। স্তব্ধ হয়ে যায় যান চলাচল। পরে ক্যানিং থানার পুলিশ ও স্থানীয় বিধায়ক পরেশরাম দাস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং অবরোধ তুলে দেন। জানা গিয়েছে, পেটে অস্ত্রোপচারের জন্য ওই হাসপাতালে ভর্তি হয়েছিল পিউ সর্দার নামে দশম শ্রেণির ওই ছাত্রী। শুক্রবার দুপুরে চিকিৎসকরা জানান, তার মৃত্যু হয়েছে। আন্দোলনকারীরা বলেন, কী করে ভর্তি হওয়ার চার পাঁচ দিনের মধ্যে এমনটা ঘটল, তা আমরা জানি না। হাসপাতাল ঠিকমতো চিকিৎসা করেনি। এর আগেও একাধিকবার চিকিৎসার ব্যাপারে অভিযোগ উঠেছিল। এবার নাবালিকার মৃত্যু হল। এই হাসপাতাল এখানে চলতে পারে না। আশপাশ এলাকার মানুষজন মৃতদেহ নিয়ে তুমুল বিক্ষোভ দেখান হাসপাতালের গেটের বাইরে। কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে শুরু হয় আন্দোলন। পুলিশ এসে আন্দোলনকারীদের সরানোর চেষ্টা করলেও তা বিফলে যায়। পরে ক্যানিং থানা থেকে বিশাল ফোর্স আসে। রাস্তায় নামতে হয় বিধায়ককেও।