ফাঁকা বাড়িতে ১০ লক্ষের সোনার গয়না চুরি, সঙ্গে মাছ-ভাত ভোজন
বর্তমান | ২৫ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বৃহস্পতিবার রাতে ভাটপাড়ায় এক ব্যবসায়ীর বাড়িতে বড়ো মাপের চুরির ঘটনা ঘটেছে। ওই ওষুধ ব্যবসায়ী সপরিবারে নৈহাটিতে কালীঠাকুর দেখতে গিয়েছিলেন। পুলিশ অভিযোগ পেয়েছে, ঠিক সেইসময়ে তাঁর বাড়ি থেকে চুরি গিয়েছে ২০ লক্ষ টাকার সোনার গয়না! ভাইফোঁটার রাতে বাড়ি ফাঁকা পেয়ে দুষ্কৃতী দল যেমন চুরিও করল, তেমনই রান্নাঘরে রেঁধে রাখা মাছের ঝোল দিয়ে ভাতও খেয়ে গেল। এতে হতবাক ওই ওষুধ ব্যবসায়ী। চাঞ্চল্যকর ঘটনাটি ভাটপাড়া পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের কাঁটাডাঙা এলাকার়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওষুধ ব্যবসায়ী প্রদীপকুমার ঘোষ ও তাঁর পরিবার ভাইফোঁটা উপলক্ষ্যে আত্মীয় বাড়িতে গিয়েছিলেন। সেই সুযোগে একদল দুষ্কৃতী তাঁর বাড়িতে ঢুকে একাধিক আলমারি ভেঙে সোনা-রুপোর গহনাসহ বিভিন্ন সামগ্রী নিয়ে চম্পট দেয়। ওই ব্যবসায়ীর দাবি, এই ঘটনায় আনুমানিক ২০ লক্ষ টাকার গয়না চুরি গিয়েছে। এই ব্যাপারে তিনি ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন এবং পুলিশি তদন্তও শুরু হয়েছে। ভাইফোঁটার পর ওষুধ ব্যবসায়ী প্রদীপ ঘোষ তাঁর বন্ধুদের সঙ্গে বৃহস্পতিবার রাতভর নৈহাটিতে কালীঠাকুর দেখেন। শুক্রবার সকালে বাড়ি ফিরে দেখেন তাঁর ঘরদোর সব লন্ডভন্ড, আলমারি ভাঙা। মনে হয়, কেউ যেন তান্ডব চালিয়েছে। সেই সঙ্গে উধাও যাবতীয় সোনা-রুপোর গয়না। তিনি দাবি করেছেন, রান্নাঘরে তাঁর জন্য রাখা মাছের ঝোল-ভাতও খেয়ে গিয়েছে দুষ্কৃতীরা। এ থেকে বোঝা যাচ্ছে, দুষ্কৃতীরা অনেকটা সময় পেয়ে গোটা বাড়ি তন্নতন্ন করে খুঁজে কিছু দামি সামগ্রী নিয়ে গিয়েছে। এলাকাবাসীর দাবি, এই এলাকায় মাঝেমধ্যেই ছোটোখাটো চুরির ঘটনা ঘটছে। তবে এই বড়ো মাপের চুরির ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।