• গ্যাস এজেন্সির নাম ভাঁড়িয়ে ফোন, লাখ টাকার প্রতারণা লেকটাউনে
    বর্তমান | ২৫ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: পাড়ার গ্যাস এজেন্সির নাম করে ফোন করেছিল প্রতারকরা! ভরতুকির টাকার জন্য আপডেট করতে হবে অ্যাকাউন্ট! পরিচিত এজেন্সির নাম শুনে বিশ্বাসও করেছিলেন লেকটাউনের এক গ্রাহক। প্রতারকদের কথায় তিনি ফোনে ওটিপিও শেয়ার করে ফেলেন। ভরতুকির টাকা ঢোকা তো দূরের কথা, তাঁর অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় প্রায় এক লক্ষ টাকা! তারপরই টের পান, প্রতারকদের খপ্পরে পড়েছেন তিনি। এই ব্যাপারে প্রতারিত গ্রাহক লেকটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    গ্যাসের ভরতুকির নামে প্রতারণার ঘটনার নতুন নয়। কিন্তু, একেবারে গ্রাহকের পাড়ার গ্যাস এজেন্সির নাম করে প্রতারণা নতুন কৌশল। এতে বিশ্বাসযোগ্যতা তৈরি হবে। অনেক সচেতন গ্রাহকও প্রতারকদের খপ্পরে পড়ে যেতে পারেন। সেই কৌশলকেই হাতিয়ার করেছে প্রতারকরা। কিন্তু, কীভাবে প্রতারকদের হাতে পৌঁছাল সেই ডেটা? তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, বুধবার দুপুরে দুটি অচেনা মোবাইল নম্বর থেকে লাগাতার ফোন ঢুকছিল ওই গ্রাহকের কাছে। তিনি বেলা ৩টে নাগাদ ফোন ধরেন। তিনি যে গ্যাস এজেন্সির গ্রাহক, প্রতারকরা তাঁকে সেই এজেন্সির প্রতিনিধি বলে পরিচয় দেয়। ভরতুকির জন্য অপর প্রান্ত থেকে তাঁর অ্যাকাউন্ট আপডেট করতে বলা হয়। প্রতারকরা গ্রাহকের কাছ থেকে ব্যাংকের যাবতীয় তথ্য হাতিয়ে নেয়। তারপর ওটিপি পাঠায়। গ্রাহক সেই ওটিপি প্রতারকদের বলেও দেন। তারপরই তাঁর অ্যাকাউন্ট থেকে দু-দফায় মোট ৯৭ হাজার ৭৭৬ টাকা ডেবিট হয়ে যায়। বৃহস্পতিবার তিনি লেকটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। সাইবার বিশেষজ্ঞদের কথায়, অচেনা নম্বর থেকে টাকা সংক্রান্ত কোনও ফোন এলেই সতর্ক হতে হবে। কোনওভাবেই ফোনে ব্যক্তিগত তথ্য এবং ওটিপি শেয়ার করা চলবে না।  প্রয়োজনে সরজমিনে গিয়ে খোঁজ নিন। না-হলে বিপদে পড়তে হতে পারে।
  • Link to this news (বর্তমান)