গড়িয়ায় বিসর্জনের শোভাযাত্রা থেকে বাজি ফাটানোকে কেন্দ্র করে মারামারি
বর্তমান | ২৫ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের বাজি ফাটানো নিয়ে বচসা, হাতাহাতি! এবার ঘটনাস্থল দক্ষিণ কলকাতার গড়িয়ার লক্ষ্মীনারায়ণ কলোনি। সূত্রের খবর, বৃহস্পতিবার অর্থাত্ ভাইফোঁটার রাতে লক্ষ্মীনারায়ণ কলোনির এক দম্পতি তাঁদের আত্মীয় স্বজনকে ছাড়তে বেরিয়েছিলেন। সেই সময় একটি ক্লাবের বিসর্জনের শোভাযাত্রা যাচ্ছিল। অভিযোগ, সেই শোভাযাত্রা থেকে একটি চকোলেট বোম ওই মহিলার পায়ের সামনে এসে পড়ে। তারপরেই শুরু হয় বচসা। স্থানীয় বাসিন্দাদের পাল্টা অভিযোগ, এলাকার একটি ফ্ল্যাটে তিনতলায় থাকেন ওই বাসিন্দারা। তিনতলা থেকেই ওই দম্পতি চকোলেট বোম ছোড়েন। যার ফলে একটি বাচ্চা আহত হয়েছে। তারপরেই শুরু হয় বচসা। দু’পক্ষই নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের করেছে বলে খবর।
দম্পতির অভিযোগ, বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ গড়িয়ার লক্ষ্মীনারায়ণ কলোনি এলাকায় কালীপুজোর বিসর্জনের মিছিল বেরিয়েছিল। অভিযোগকারিণী পেশায় শিক্ষিকা। তিনি বলেছেন, ভাইফোঁটার দিন আমাদের বাড়িতে আত্মীয়রা এসেছিলেন। রাতে তাঁদের ছাড়তে বাইরে এসেছিলাম। তখন বিসর্জনের শোভাযাত্রা থেকে চকোলেট বোম এসে আমার পায়ের সামনে পড়ে। প্রতিবাদ করায় সন্তানের সামনেই আমাকে রাস্তায় মারধর শুরু করে। আরও অভিযোগ, কোলাপসিবল গেট বন্ধ করে ফ্ল্যাটে উঠে গেলে সেখানে গিয়ে চড়াও হয় দুষ্কৃতীরা। আমার গায়ে হাতও তোলা হয়। এমনকী, শ্লীলতাহানিরও অভিযোগ করা
হয়েছে। ফ্ল্যাট লক্ষ্য করে ইট ছোঁড়া হয় বলেও অভিযোগ। তারপরেই পুলিশ ডাকেন ওই দম্পতি। পরে ওই দম্পতি বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে যান। অভিযোগ, সেখানে গিয়েও দুষ্কৃতীরা চড়াও হয়। বাঘাযতীন হাসপাতাল থেকে এমআর বাঙ্গুরে যেতে বলা হয়। কিন্তু দুষ্কৃতীরা বাইরে দাঁড়িয়ে থাকায় তাঁরা সাহস পান না। তারপর ফের পুলিশ ডাকেন তাঁরা। পরে
পুলিশ এসে সেখান থেকে তাঁদের এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের পাল্টা অভিযোগ, ফ্ল্যাটের তিনতলা থেকে ওই দম্পতি চকোলেট বোম ছোড়ে। সেই বোমের আঘাতে এক শিশু আহত হয়। তারপরেই স্থানীয়দের সঙ্গে ওই দম্পতির বচসা হয়।
কালীপুজো পর্বকে ঘিরে কলকাতা শহরে একের পর এক বচসার ঘটনা ঘটছে। সেই তালিকাতেই নবতম সংযোজন গড়িয়া। নেতাজিনগর থানায় দু’পক্ষই অভিযোগ দায়ের করেছে বলে খবর। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত করছেন তাঁরা। তবে আক্রান্ত মহিলার গায়ে মারধরের চিহ্ন পাওয়া গিয়েছে। - নিজস্ব চিত্র