• ছটে তিনদিন বন্ধ রবীন্দ্র ও সুভাষ সরোবর
    বর্তমান | ২৫ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রতি বছরের মতো এবারও ছট পুজোর সময় বন্ধ থাকবে রবীন্দ্র ও সুভাষ সরোবর। ইতিমধ্যেই কেএমডিএর তরফে দুই সরোবরের বাইরে ব্যানার টাঙিয়ে তা জানিয়ে দেওয়া হয়েছে। আগামী তিনদিন অর্থাৎ আগামী কাল রবিবার সকাল ১০টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর্যন্ত বন্ধ থাকবে এই দুই সরোবর। গ্রিন ট্রাইবুন্যালের নির্দেশে গত কয়েক বছর ধরে সরোবরে বন্ধ হয়েছে ছট পুজোর অনুষ্ঠান। সরোবরের জল ও পরিবশে রক্ষা করতেই এই সিদ্ধান্ত। তাও কয়েক বছর আগে রবীন্দ্র সরোবরের গেট টপকে, ব্যারিকেড ভেঙে ছটের উপাচার পালন করায় বিশৃঙ্খল ঘটনা ঘটেছিল। তারপর পুলিশ প্রসাশনের কড়া নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়। তবে, গত দু’বছর ধরে অবশ্য তেমন সমস্যা আর হচ্ছে না। কেএমডিএ কর্তৃপক্ষ জানিয়েছে, সরোবরের গেট বন্ধ রাখার পাশাপাশি গেটের বাইরে ব্যারিকেড থাকবে। পুলিশি নিরাপত্তার ব্যবস্থাও রাখা হবে।
  • Link to this news (বর্তমান)