• যাদবপুরে তালিকায় মৃত ভোটার, সরব সিপিএম
    বর্তমান | ২৫ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সামনেই বিধানসভা ভোট। এসআইআর ইস্যুতে এবার ‘কাগজ’ দেখাল সিপিএম। যাদবপুর বিধানসভা কেন্দ্রের কিছু অংশে পাইলট প্রোজেক্ট হিসেবে ভোটার তালিকা ‘স্ক্যানিং’ করা হয়েছে পার্টির তরফে। তাতে প্রচুর মৃত ভোটারের নাম পাওয়া গিয়েছে। অভিযোগ, ভোটার মৃত হলেও তালিকায় নাম রয়ে গিয়েছে। যাদবপুরকে দেখে সোনারপুর দক্ষিণ কেন্দ্রেও এমন কাজ করেছে পার্টি। অভিযোগ, সেখানেও একই অবস্থা। শুক্রবার বিকেলে যাদবপুর থেকে সাংবাদিক সম্মেলন করে এমনই তথ্য তুলে ধরেছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। হাতে কাগজ নিয়ে তাঁর দাবি, ‘মৃত ভোটারের নাম রাখা যাবে না। বৈধ কারও নাম বাদ দেওয়া চলবে না।’ তথ্য তুলে ধরে তিনি বলেন, যাদবপুর বিধানসভার ১৬৫ নম্বর বুথে মোট ভোটার ৭০৮ জন। সেখানে ৫৬ জন মৃত ভোটারের তালিকা তৈরি করে ডেথ সার্টিফিকেট সহ আমরা কমিশনে জমা দিই। তারপর ৫৬ জনের নাম বাদ যায়। আবার ১৫২ নম্বর বুথে ৮৩০ জনের মধ্যে ৬৫ জনে মৃতর নাম জমা করা সত্ত্বেও ১৭টি নাম থেকে গিয়েছে। সোনারপুর দক্ষিণ বিধানসভার ক্ষেত্রেও একই অভিযোগ তোলা হয়েছে। সুজনবাবুর দাবি, ‘নাগরিকত্ব নির্ধারণ কমিশনের কাজ নয়। ওটা স্বরাষ্ট্রমন্ত্রকের কাজ। নির্বাচন কমিশন রাজনৈতিক দলের লক্ষ্যপূরণের কাজ করবে নাকি মানুষের আস্থার প্রতীক হয়ে উঠবে? তৃণমূলের লক্ষ্য, মৃত ভোটার রাখা আর বিজেপির লক্ষ্য, বাংলার মানুষকে ডি-ভোটার করা।’ যাদবপুর আর সোনারপুর দক্ষিণের মডেলে যাতে বাকি এলাকাতেও পার্টি এমন প্রজেক্ট শুরু করে, সেই বার্তাও দিয়েছেন পার্টি নেতৃত্ব।    
  • Link to this news (বর্তমান)