• বকখালিতে উদ্ধার পর্যটকের মৃতদেহ
    বর্তমান | ২৫ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, কাকদ্বীপ : বকখালির সমুদ্র থেকে উদ্ধার হল এক কিশোরের দেহ। মৃতের নাম মহম্মদ কায়েব (১৬)। বাড়ি মহেশতলার সন্তোষপুর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২২ অক্টোবর বুধবার প্রায় ৩০ জনের একটি দল বকখালি ঘুরতে এসেছিল। দলে কায়েবও এসেছিল। কিন্তু সেদিন বিকেল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপরই তার পরিবার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় বিষয়টি জানান। তৎক্ষণাৎ পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা সমুদ্র সৈকতে তল্লাশি শুরু করেন। সমুদ্র সৈকতের ঝাউবন, বালুচর ও সমুদ্রে খোঁজাখুঁজি করা হচ্ছিল। কিন্তু প্রায় দু’দিন কেটে গেলেও তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। কীভাবে কায়েব নিখোঁজ হয়েছিল তার পরিবারের লোকও বুঝে উঠতে পারছিলেন না। যে কারণে পুলিশও বিষয়টি নিয়ে ধোঁয়াশায় ছিল। 

    শেষ পর্যন্ত শুক্রবার দুপুর নাগাদ বকখালির সমুদ্র সৈকত থেকে প্রায় আট কিলোমিটার দূরে কায়েবের মৃতদেহ ভাসতে দেখা যায়। পরে পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা গিয়ে মৃতদেহটি উদ্ধার করেন। কীভাবে মৃত্যু হল ওই পর্যটকের তা খতিয়ে দেখছে পুলিশ। 
  • Link to this news (বর্তমান)