উলুবেড়িয়া হাসপাতালে ‘পেন ডাউন’ কর্মসূচি পালন সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের
দৈনিক স্টেটসম্যান | ২৫ অক্টোবর ২০২৫
হাসপাতালে মহিলা জুনিয়র চিকিৎসককে মারধর ও ধর্ষণের হুমকি দেওয়ার প্রতিবাদে শুক্রবার পাঁচ ঘণ্টার জন্য পেন ডাউন কর্মসূচি অর্থাৎ প্রতীকী কর্মরিবতি পালন করেছেন উলুবেড়িয়া হাসপাতালের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকরা। এই কর্মসূচি সকাল ৯ টা থেকে দুপুর ২টো পর্যন্ত চলেছে। সকাল থেকেই হাসপাতালের সামনে পোস্টার নিয়ে অবস্থানে বসেন আন্দোলনকারীরা। কর্মবিরতি চলাকালীন সিনিয়র রেসিডেন্টরা জরুরি বিভাগ, বহির্বিভাগ সহ কোথাও কোনও ডিউটি করেননি। তবে তাঁরা জরুরি বিভাগের রোগী দেখার সময় সহযোগিতা করেছেন। উলুবেড়িয়া হাসপাতালের চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখতে কাজ করেন সিনিয়র চিকিৎসকরা। তাঁদের ছুটি বাতিল করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, পেন ডাউন কর্মসূচির কারণে হাসপাতালের চিকিৎসা পরিষেবায় কোনও প্রভাব পড়েনি।
মহিলা চিকিৎসককে নিগ্রহের ঘটনায় ১১ দফা দাবিতে এই পেন ডাউন কর্মসূচি করেন সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকরা। এই দাবিগুলির মধ্যে রয়েছে, হাসপাতালের নিরাপত্তা বাড়ানো, অভিযুক্ত অস্থায়ী হোমগার্ডকে সম্পূর্ণরূপে তাঁর চাকরি থেকে বরখাস্ত করা, হাসপাতালের পুলিশ ফাঁড়িতে পুলিশকর্মী বাড়ানো, ওয়ার্ডে ঢোকার মুখে থাকা লিফটগুলি সব সময় বন্ধ রাখা, প্যানিক বোতাম লাগানো, রোগীর সঙ্গে মাত্র একজন করে আত্মীয়দের হাসপাতালে ঢোকার অনুমতি দেওয়া, কর্মীদের সচিত্র পরিচয়পত্র তৈরি ইত্যাদি। এই দাবিগুলির মধ্যে হাসপাতালের নিরাপত্তা বাড়ানোর বিষয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছেন কর্তৃপক্ষ। চিকিৎসকদের দাবিগুলি মেনে নেওয়া হবে বলে জানানো হয়েছে। চিকিৎসক নিগ্রহের ঘটনায় পুলিশের তদন্তে সন্তোষ প্রকাশ করেছেন হাসপাতালের ভারপ্রাপ্ত মেডিক্যাল সুপার অ্যান্ড ভাইস প্রিন্সিপাল সুবীর মজুমদার।
তবে সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকরা জানিয়েছেন, প্রতিদিন এই পেন ডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার কোনও পরিকল্পনা তাঁদের নেই। হাসপাতালের নিরাপত্তা সহ আরও বেশকিছু দাবিতে শুক্রবার এই কর্মসূচি নেওয়া হয়েছিল।এদিন পাঁচ ঘণ্টার জন্য তাঁরা কাজ বন্ধ রাখায় পরিষেবা সামান্য বিঘ্নিত হয় বলে অভিযোগ ওঠে। রোগীদের একাংশের অভিযোগ, আউটডোরে টিকিৎসকদের সংখ্যা কম। লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে। যদিও কয়েকজন রোগী জানিয়েছেন, বেশিক্ষণ দাঁড়াতে হলেও চিকিৎসক দেখছেন। তাই বিশেষ সমস্যা হয়নি। উল্লেখ্য, উলুবেড়িয়া হাসপালায়ে মহিলা চিকিৎসককে নিগ্রহের ঘটনায় ট্র্যাফিক হোমগার্ড সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।