• পার্ক স্ট্রিটে দেহ উদ্ধারের ঘটনার তদন্ত, নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া, শনিবার কোন খবরে নজর?
    এই সময় | ২৫ অক্টোবর ২০২৫
  • শুক্রবার পার্ক স্ট্রিটের একটি হোটেলের ঘর থেকে উদ্ধার হয় একটি ব্যক্তির দেহ। পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কী ভাবে হোটেলের বক্সখাটের মধ্যে ওই যুবকের দেহ এল, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে পুলিশ সূত্রে খবর। ওই মৃতের দুই সঙ্গীর খোঁজ চালাচ্ছে পুলিশ। নজর থাকবে সেই খবরে।

    এসএসকেএম হাসপাতালে এক কিশোরীকে ‘যৌন হেনস্থা’র ঘটনায় ধৃত যুবককে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার তাঁকে পকসো আদালতে হাজির করানো হয়েছিল। পুলিশের তরফে ডিএনএ পরীক্ষার আবেদন জানানো হয়। গোপন জবানবন্দি নেওয়ার অনুমতিও চাওয়া হয়েছে। ঘটনার তদন্তে নজর থাকবে।

    সুপার কাপের প্রথম ম্যাচে নামছে ইস্টবেঙ্গল, প্রতিপক্ষ ডেম্পো। বিকেল সাড়ে ৪টে থেকে গোয়ার বাম্বোলিম স্টেডিয়ামে শুরু ম্যাচ। অন্যদিকে চেন্নাইন এফসির মুখোমুখি হবে মোহনবাগান। ম্যাচ রয়েছে ফতোরদার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে। ম্যাচ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে।

    সিরিজ়ের শেষ ম্যাচে নামছে ভারত ও অস্ট্রেলিয়া। ইতিমধ্যেই সিরিজ় হাতছাড়া হয়েছে ভারতের। সিডনিতে এই ম্যাচটা নিয়মরক্ষার। সকাল ৯টা থেকে শুরু ম্যাচ।

    রঞ্জি ট্রফির দ্বিতীয় ম্যাচে নামছে বাংলা। প্রতিপক্ষ গুজরাট। ইডেন গার্ডেন্সে সকাল ৯টা থেকে শুরু ম্যাচ। উত্তরাখণ্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচে মানসিক দিক থেকে চাঙ্গা থাকবে বাংলা। এ ছাড়াও বাকি দলগুলো তাদের দ্বিতীয় ম্যাচে নামছে।

  • Link to this news (এই সময়)