১২ বছরের নাবালককে দিয়ে সোনা পাচারের চেষ্টা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার সীমান্তবর্তী দহরকান্দা এলাকায়। ইতিমধ্যেই ওই কিশোরকে আটক করেছে বিএসএফ এবং তাকে তুলে দেওয়া হয়েছে শুল্ক দপ্তরের হাতে।
৯৩ বছর বয়সে মারা গেলেন থাইল্যান্ডের রাজমাতা সিরিকিট কিটিয়াকারা। থাইল্যান্ডের রয়্যাল হাউসহোল্ড ব্যুরো সূত্রে খবর, শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ২১ মিনিটে ব্যাংককের হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ২০১৯ সাল থেকেই অসুস্থ ছিলেন তিনি। এই মাসের শুরুতে তাঁর রক্তের ইনফেকশনও ধরা পড়েছিল। রাজা ভাজিরালংকর্ন থাই রয়্যাল হাউসহোল্ডকে রাজকীয় শেষকৃত্যের আয়োজন করার নির্দেশ দিয়েছেন।
প্রকাশ্য রাস্তায় ৫ জনকে পিষে দিল একটি গাড়ি। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রায়। প্রচণ্ড গতিবেগে আসা একটি টাটা নেক্সন গাড়ি নিয়ন্ত্রণ রাখতে না পেরে সামনের চলন্ত একটি বাইকে ধাক্কা মারে। তারপরে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ৫ জনকে পিষে দিয়ে সজোরে একটি দেওয়ালে ধাক্কা মারে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘাতক গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
হাথরস থেকে প্রশাসনিক বৈঠক সেরে ফেরে পথে শুক্রবার গভীর আগ্রা-লখনৌ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়লেন উত্তরপ্রদেশের মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী বেবি রানি মৌর্য। জানা যাচ্ছে, রাস্তার কাজের জন্য এক্সপ্রেসওয়ের একাংশে ডাইভারশন করা হয়। ফলে সমস্ত গাড়িই একটি লেন দিয়ে যাতায়াত করছিল। সেই সময়েই একটি দ্রুতগতিতে ছুটে আসা ট্রাকের টায়ার ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মন্ত্রীর গাড়ির উপরে এসে পড়ে। তবে গাড়ি চালকের দক্ষতায় বড় দুর্ঘটনা হয়নি।
শুক্রবার গভীর রাতে ডোমজুড়ের গয়েশপুরের লোহার কারখানায় আগুন লাগে। প্রাথমিকভাবে অনুমান, বাজি ফাটানোর সময় সেই আগুন এসে পড়ে কারখানায়। ঘটনায় একটি গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট করে, ফলে আগুন আরও ছড়িয়ে পড়ে। ঘটনায় দমকলের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী। অভিযোগ, খবর দেওয়ার দু’ঘণ্টা পরেও ফায়ার ব্রিগেডের ইঞ্জিন আসেনি। শেষমেশ স্থানীয়রা নিজেরাই জল এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
আরবসাগরে নিম্নচাপ কাটতেই ফের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাল আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী সোমবার, ২৭ অক্টোবর এই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। সরাসরি প্রভাব না পড়লেও ‘মান্থা’র প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।