• ট্রাকের টায়ার ফেটে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন উত্তরপ্রদেশের মন্ত্রী
    এই সময় | ২৫ অক্টোবর ২০২৫
  • হাথরস থেকে প্রশাসনিক বৈঠক সেরে ফেরার পথে আগ্রা-লখনৌ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়লেন উত্তরপ্রদেশের মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী বেবিরানি মৌর্য। শুক্রবার রাতে এক্সপ্রেসওয়ে দিয়ে লখনৌ যাওয়ার পথে ঘটনাটি ঘটে।

    সূত্রের খবর, রাস্তার কাজের জন্য এক্সপ্রেসওয়ের একাংশে ডাইভারশন করা হয়। ফলে সমস্ত গাড়িই একটি লেন দিয়ে যাতায়াত করছিল। সেই সময়েই একটি দ্রুতগতিতে ছুটে আসা ট্রাকের টায়ার ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মন্ত্রীর গাড়ির উপরে এসে পড়ে। তবে গাড়ি চালকের দক্ষতায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও মন্ত্রী অক্ষত রয়েছেন। দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটিকে পুলিশ আটক করেছে। মন্ত্রী বেবিরানি মৌর্যকে অন্য একটি গাড়িতে করে লখনৌ পাঠানোর ব্যবস্থা করা হয়।

    মন্ত্রী বেবিরানি তাঁর এক্স হ্যান্ডল থেকে দুর্ঘটনার কথা জানিয়ে একটি পোস্ট করেন। দেশের এক্সপ্রেসওয়ে ও হাইওয়েগুলিতে দুর্ঘটনা এড়ানোর জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়ার কথা বলেন মন্ত্রী। দুর্ঘটনা এড়ানোর জন্য প্রতিনিয়ত পুলিশি টহলদারি এবং দুর্ঘটনার খবর মিললেই তৎক্ষণাৎ উপযুক্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলেও জানান মন্ত্রী।

  • Link to this news (এই সময়)