• সপ্তাহান্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, আজ কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
    বর্তমান | ২৫ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে শহরের আকাশ। কলকাতার একাধিক অংশে সকাল থেকেই তেড়েফুড়ে রোদের দেখা মিললেও, বিক্ষিপ্ত ভাবে মেঘের দেখা পাওয়ার সম্ভাবনাও রয়েছে।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ, শনিবার শহরে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৩ ডিগ্রি ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকাল, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫.৫ ডিগ্রি। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি।তবে আগামী সপ্তাহে রাজ্যে বৃষ্টির শঙ্কা রয়েছে। আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির ‘হলুদ’ সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় সর্বোচ্চ ৫৫ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকছে। এজন্য পশ্চিমবঙ্গ উপকূলের মৎস্যজীবীদের ওইদিন থেকে সমুদ্রে না-যাওয়ার ব্যাপারে ‘লাল’ সতর্কতা জারি করা হয়েছে। যেসব মৎস্যজীবী সমুদ্রে আছেন তাঁদের সোমবারের মধ্যে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)