• হাতে লেখা এফডি সার্টিফিকেট দিয়ে প্রতারণা সরকারি ব্যাঙ্কে, গ্রেপ্তার ২
    দৈনিক স্টেটসম্যান | ২৫ অক্টোবর ২০২৫
  • ব্যাঙ্কের গ্রাহকদের প্রায় ১ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ফরাক্কা ব্যারেজ শাখার দুই কর্মীকে গ্রেপ্তার করেছে ফরাক্কা থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে এই গ্রেপ্তারির ঘটনা ঘটেছে।

    ধৃতরা হলেন ওই শাখারই চতুর্থ শ্রেণির কর্মী প্রবীণ দত্ত ও ক্যাশিয়ার শুভেন্দু সাহা। প্রবীণ দত্তের বাড়ি বেওয়া–১ নম্বর গ্রামপঞ্চায়েতের পলাশিতে। তবে তিনি ফরাক্কা ব্যারেজ আবাসনে থাকতেন। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ফরাক্কা ব্যারেজ শাখায় তিনি সাফাই কর্মী হিসেবে কর্মরত ছিলেন। তবে ব্যাঙ্কে কর্মীর অভাব থাকায় তিনি পাশবুক আপডেটের কাজও করতেন। সেই সূত্রে গ্রামের মানুষদের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। তাঁকে খুব বিশ্বাস করতেন স্থানীয়রা। সেই সুযোগে গ্রাহকদের প্রায় ১ কোটি টাকা তছরুপ করেন প্রবীণ। অ্যাকাউন্টে জমা করার জন্য গ্রাহকদের কাছ থেকে প্রায় ২৮ লক্ষ টাকা নিয়েছিলেন তিনি।

    কিন্তু সেই টাকা তাঁদের অ্যাকাউন্টে জমা করেননি। অন্যদিকে ফিক্সড ডিপোজিট করে দেওয়ার নাম করে ৬৪ লক্ষ টাকা তছরুপ করেন অভিযুক্ত। এই টাকা নেওয়ার পর গ্রাহকদের ভুয়ো ও হাতে লেখা ফিক্সড ডিপোজিট সার্টিফিকেট দেওয়া হয়। এই ঘটনার সঙ্গে ব্যাঙ্কের ক্যাশিয়ার শুভেন্দু সাহাও জড়িত বলে অভিযোগ ওঠে। পুজোর ছুটির পর ব্যাঙ্ক খুলতেই বিষয়টি প্রকাশ্যে আসে। এই ঘটনার প্রতিবাদে ব্যাঙ্কের শাখায় বিক্ষোভ দেখান গ্রাহকরা। এখন পর্যন্ত ৫০ জন গ্রাহক এই ঘটনায় অভিযোগ দায়ের করেছেন।

    ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই প্রবীণ দত্ত এলাকা ছেড়ে পালিয়ে যান। বৃহস্পতিবার রাতে নিউ ফরাক্কা বাসস্ট্যান্ট থেকে তাঁকে গ্রেপ্তার করা। এদিনই ফরাক্কার পলাশির বাড়ি থেকে গ্রেপ্তার হন ব্যাঙ্কের ক্যাশিয়ার শুভেন্দু সাহা। এ প্রসঙ্গে ব্যাঙ্ক ম্যানেজার অরিন্দম মিত্র জানিয়েছেন, গরিব মানুষ যাতে দ্রুত তাঁদের টাকা ফেরত পান সেই জন্য তদন্ত চালাচ্ছে পুলিশ। এই ঘটনার বিভাগীয় তদন্তও করা হচ্ছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)