গুলিকাণ্ডে ফের বিপাকে অর্জুন সিং, হাইকোর্টের নির্দেশে নতুন সিট গঠন
দৈনিক স্টেটসম্যান | ২৫ অক্টোবর ২০২৫
একই দিনে বিপাকে পড়লেন দুই বিজেপি নেতা। শুভেন্দু অধিকারীর পর এবার আদালতের ধাক্কা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংয়ের। জগদ্দলে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর মামলায় তাঁর দায়ের করা এফআইআর খারিজের আবেদন নাকচ করে দিল কলকাতা হাইকোর্ট। উল্টে তাঁর বিরুদ্ধেই নতুন করে তদন্তের নির্দেশ দিল উচ্চ আদালত।
শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্তর সিঙ্গল বেঞ্চে এই মামলার শুনানি হয়। আদালত জানায়, অভিযোগের গুরুত্ব খতিয়ে দেখা জরুরি। তাই ব্যারাকপুর পুলিশ কমিশনার মুরলীধর শর্মার নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্ত চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই মামলায় অর্জুন সিং আগাম জামিনের সুবিধা পাবেন বলে জানিয়েছে আদালত।
প্রসঙ্গত, কিছুদিন আগে পুলিশি গ্রেপ্তারি থেকে রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে গিয়েছিলেন অর্জুন সিং। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানায় দায়ের হওয়া ৫০ টি মামলার ভিত্তিতেই তিনি এই সুরক্ষা চেয়েছিলেন। বিচারপতি শম্পা দত্তের বেঞ্চ তাঁকে সাময়িকভাবে গ্রেপ্তার হওয়া থেকে সুরক্ষা দেয়। কিন্তু চলতি মামলায় সেই সুরক্ষা কার্যকর হল না।
উল্লেখ্য, গত ২৬ মার্চ রাতে জগদ্দলে এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে অর্জুন সিংয়ের বিরুদ্ধে। জগদ্দলে মেঘনা মোড়ে মজদুর ভবনের সামনে ওই ঘটনায় সাদ্দাম হোসেন নামে একজন জখম হন। তৃণমূলের তরফে দাবি করা হয়েছিল, জখম হওয়া যুবক তৃণমূল কর্মী। সেই ঘটনায় ব্যারাকপুর মহকুমা আদালতের তরফে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এরপরেই হাইকোর্টের দ্বারস্থ হন অর্জুন। এদিন সেই মামলাতেই ফের সক্রিয় হল তদন্ত। হাইকোর্টের নির্দেশে নতুন সিট গঠনের পর ফের আইনি চাপে পড়লেন বিজেপির এই প্রভাবশালী নেতা। এর পাশাপাশি এদিন শুভেন্দু অধিকারীরও অন্তর্বর্তী রক্ষাকবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট।