৩১ অক্টোবর প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের প্রথম পর্যায়ের ফলাফল
দৈনিক স্টেটসম্যান | ২৫ অক্টোবর ২০২৫
উচ্চ মাধ্যমিকের প্রথম পর্যায় বা তৃতীয় সেমেস্টারের ফলাফল প্রকাশের দিন ঘোষণা করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী ৩১ অক্টোবর বেলা ১টা নাগাদ ফলাফল প্রকাশ করা হবে। ওই দিন থেকেই সংসদের অফিশিয়াল ওয়েবসাইটে ফল জানা যাবে।শুক্রবার একথা জানালেন সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এবছর তৃতীয় সেমেস্টারের পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৬ লক্ষ ৬০ হাজার ৪৪৩ জন পরীক্ষার্থী। পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। অর্থাৎ,পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৩৯ দিনের মধ্যেই প্রকাশিত হতে চলেছে ফল।
সংসদ সূত্রে জানা গিয়েছে, পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক নম্বর, মোট প্রাপ্ত নম্বর, শতাংশের হার এবং পার্সেন্টাইল র্যাঙ্ক সব তথ্যই পিডিএফ ফরম্যাটে ওয়েবসাইটে দেওয়া থাকবে। পাশাপাশি পাশ-ফেলের তথ্যও সেখানে উল্লেখ থাকবে। চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, ফলাফলের সঙ্গে শীর্ষ ১০ জন পরীক্ষার্থীর নাম ও প্রাপ্ত নম্বরের শতাংশও প্রকাশ করা হবে। তবে সেটি মেধাতালিকা নয়, কেবল তথ্য হিসেবে জানানো হবে। চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে চতুর্থ সেমেস্টারের ফলাফলের সঙ্গে, যা উচ্চ মাধ্যমিকের শেষ ধাপ। চতুর্থ সেমেস্টারের পরীক্ষা হবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। সেই ফল প্রকাশের সময়ই পরীক্ষার্থীদের হাতে চূড়ান্ত মার্কশিট তুলে দেওয়া হবে বলে জানিয়েছে সংসদ।