• ডবল ইঞ্জিনের ত্রিপুরায় বিসর্জনের শব্দদানব রুখে আক্রান্ত খোদ ওসি! গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মার
    প্রতিদিন | ২৫ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি শাসিত ত্রিপুরায় ফের কলঙ্কিত প্রশাসন! নিজের দায়িত্ব পালন করতে গিয়ে লাথি, ঘুসি, হজম করলেন ওসি। অনুষ্ঠান মঞ্চ থেকে টেনে হিঁচড়ে ওসিকে মাটিতে ফেলে পেটালেন ক্লাব কর্তারা।

    ত্রিপুরার বিলোনিয়ার ঘটনা। জানা গিয়েছে বিলোনিয়া ওরিয়েন্টাল ক্লাবের কালিপুজোর বিসর্জনের সময় এই ঘটনা ঘটেছে। বিসর্জনের শোভাযাত্রায় সাউন্ড বক্সের আওয়াজ কম করতে বলে পুলিশ। কিন্তু সেই নির্দেশ মানেননি ক্লাব কর্তারা। এরপরে ওসি নিজেই বন্ধ করে দেন সেই বক্স।

    এই ঘটনায় ক্ষুব্ধ ক্লাব কর্তারা চড়াও হন ওসি-র উপরে। ওসি-কে মারধরের অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। ওসিকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

    এই ঘটনার পরেই, অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌছে যায় ঘতনাস্থলে। অভিযোগ, তাঁদের সঙ্গেও বচসায় জড়িয়ে পরেন ক্লাব সদস্যরা। জানা গিয়েছে, গাড়ি এবং সাউন্ড বক্স দুটোই বাজেয়াপ্ত করেছে পুলিশ। উদ্যোক্তাদের পাল্টা অভিযোগ, শোভাযাত্রায় থাকা সঙ্গীত শিল্পীকে নিগ্রহ করেছেন ওসি।
  • Link to this news (প্রতিদিন)